ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যান্সারে আক্রান্ত শিশু তনুশ্রীকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৬:২৩, ১৯ এপ্রিল ২০১৬

ক্যান্সারে আক্রান্ত শিশু তনুশ্রীকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ মৃৎশিল্পী গরিব পিতা-মাতার একমাত্র সন্তান শিশু তনুশ্রী পালের (১১) জীবন বাঁচাতে উন্নত চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মাত্র ১০ লাখ টাকার জন্য যেকোন সময় নিভে যেতে পারে তার জীবন প্রদীপ। কুড়িগ্রাম বর্ডার গার্ড পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তনুশ্রীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর পালপাড়ায়। তনুশ্্রীর বাবা প্রশান্ত কুমার পাল জানান, ২০১৪ সালের ১৫ মার্চ থেকে তনুশ্রী রংপুর ডক্টরস হসপিটালের ডাঃ আনোয়ার হোসেন ও ডাঃ স্বপন কুমার নাথের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। ওই বছরের ১৮ মার্চ তার লিভার ও ভারি টিউমার অপারেশন করানো হয় এবং পরবর্তীতে টিস্যু টেস্টে ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শে ওই বছরের ৫ এপ্রিল থেকে তনুশ্রীকে কলকাতায় চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসার জন্য যে জমি ছিল তা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। তনুশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবান ও সকল শ্রেণীর মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি। তাকে সহায়তা পাঠানোর ঠিকানা প্রশান্ত কুমার পাল, সঞ্চয়ী হিসাব নং ১২৪৫০, ইসলামী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা। মোবাইল বিকাশ নম্বর ০১৭২৫৯৩১৮৩৬ ঘোষণা: দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×