ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৬:২২, ১৯ এপ্রিল ২০১৬

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। সোমবার ভোরে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মনছের আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মোল্লারচর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এরই পরিপেক্ষিতে দুপুর আড়াইটায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৩-এর ৪এস এর কাছে নো ম্যান্স ল্যান্ডে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির জামালপুরের ৬ নং ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রাকিবুল হাসান রফিক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের পানবাড়ী ৫৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাজা পাল। জামালপুর ৬ নং ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রাকিবুল হাসান রফিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আধা ঘণ্টা স্থায়ী পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। তারা প্রতিশ্রুতি দেয় আগামীতে এ রকম ঘটনা আর ঘটবে না। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার বন্ধে যৌথ টহল দল পরিচালনার ব্যাপারে ঐকমত্য পোষণ করে উভয়পক্ষ। রৌমারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, বামনারচর গ্রামের মৃত সোরমান আলীর পুত্র মনছের আলীসহ একদল রাখাল ভারতীয় সীমান্ত থেকে গরু আনতে যায় গভীর রাতে। বেহুলারচর সীমান্তের ১০৬২ আন্তর্জাতিক পিলারের কাছে গেলে ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মনছের আলী। এ সময় তার সঙ্গী অপর গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অলক কুমার সরকার মনছেরকে মৃত ঘোষণা করেন। নিহত মনছের আলীর স্ত্রী রাবেয়া খাতুন জানান, তাদের ৯ বছরের ছেলে আর ৫ বছর বয়সী এক মেয়ে রয়েছে। দিনমজুর এ পরিবারটি এখন কিভাবে চলবে এই চিন্তায় তিনি অস্থির।
×