ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আহত ৫, গ্রেফতার ২

খুলনায় কারারক্ষীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

প্রকাশিত: ০৬:২২, ১৯ এপ্রিল ২০১৬

খুলনায় কারারক্ষীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় কারাবন্দী নেতাদের সঙ্গে দেখা করতে গিয়ে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন জেলা ছাত্রদলের কতিপয় নেতা-কর্মী। এতে প্রধান কারারক্ষীসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়। সোমবার দুপুরে খুলনা জেলা কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারারক্ষীরা ছাত্রদলের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাসহ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী কারাবন্দী নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করতে খুলনা জেলা কারাগারে যান। তারা ডেপুটি জেলারের কক্ষের সামনের জানালায় অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে লোকজনের ভিড় কমাতে কারারক্ষীরা নেতাকর্মীদের বাইরে বের করে দেন। এ নিয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে কারারক্ষীদের বাগ্্-বিত-া ও সংঘর্ষ হয়। এ সময় ছাত্রদল নেতা মাহমুদুল হাসান বিপ্লব, শহীদুল ইসলাম, শেখ ফারুক হোসেন, কর্মী ওয়াহিদুজ্জামান সোহাগ ও রুবায়েত হোসেন রাসেল এবং জেলা কারাগারের প্রধান কারারক্ষী মোঃ হাদিউজ্জামান আহত হন। এ ঘটনায় কারারক্ষীরা ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান সোহাগ ও রুবায়েত হোসেন রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। খুলনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম অভিযোগ করেন, তিনিসহ ৭-৮ নেতাকর্মী কারাবন্দী জেলা ছাত্রদলের সহ-সভাপতি বুলবুলের সঙ্গে দেখা করার জন্য ৩শ’ টাকার বিনিময়ে টিকেট কেটে ডেপুটি জেলারের কক্ষের সামনে জানালায় অপেক্ষা করছিলেন। এ সময় জেল সুপার কামরুল ইসলাম এসে গালিগালাজ এবং তাদের বের করে দেয়ার চেষ্টা করেন। এতে তারা প্রতিবাদ করলে কারারক্ষীরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে কারারক্ষীরা তাদের কর্মী ওয়াহিদুজ্জামান সোহাগ ও রুবায়েত হোসেন রাসেলের ওপর অমানবিকভাবে নির্যাতন করে। এ ব্যাপারে জেল সুপার কামরুল ইসলাম বলেন, ৩০-৩৫ জন বন্দীর সঙ্গে সাক্ষাত করার জন্য জোর করে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় প্রধান ফটকে বাধা দিলে তারা হামলা চালায়। হামলায় প্রধান কারারক্ষী হাদিউজ্জামান হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আটককত দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের নামে মামলা দেয়া হয়েছে বলে তিনি জানান।
×