ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরিকল্পিত নাশকতা!

সুন্দরবনে ২০ দিনে তৃতীয় দফা অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:২১, ১৯ এপ্রিল ২০১৬

সুন্দরবনে ২০ দিনে তৃতীয় দফা অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ নিভতে না নিভতেই মাত্র চার দিনের ব্যবধানে আবারও সোমবার পূর্ব বনসুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মাত্র বিশ দিনের মধ্যে তৃতীয় দফায় এ অগ্নিকা-ের সূত্রপাত হয় এদিন সকাল ১০টার দিকে। আগুন নিয়ন্ত্রণে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কয়েক শ’ স্থানীয়কে নিয়ে কাজ শুরু করে। পূর্ব বনসুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম আগুন লাগার খবর নিশ্চিত করে বলেন, গত ১৩ এপ্রিল আগুন লাগার ঘটনায় দায়ী স্থানীয় ৬ ব্যক্তিকে শনাক্ত করে মামলা করায় তারা নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। তবে ৫ ঘণ্টা চেষ্টার পর এদিন বিকেলে আগুন নিভে গেছে বলে তিনি উল্লেখ করেন। সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মোঃ জহির উদ্দিন আহম্মেদ বলেন, ফের বনে আগুন লাগার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। গত ২৭ মার্চ এবং ১৩ এপ্রিল সুন্দরবনের একই এলাকায় অগ্নিকা-ে নাংলি, আব্দুল্লারছিলা, পচাকুড়ালিয়া ও নাপিতখালী এলাকার প্রায় ১০ একর বনভূমি পুড়ে যায়। ১৩ এপ্রিল আগুন লাগার ঘটনায় সুন্দরবন সংলগ্ন শরণখোলার বহুল আলোচিত শাহজাহান শিকারীকে প্রধান আসামি করে শনাক্ত ৬ জনের বিরুদ্ধে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু বাদী হয়ে বন আইনে একটি মামলা করেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
×