ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জুয়েলার্সে ডাকাতি মামলার দুই আসামি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ০৬:২০, ১৯ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে জুয়েলার্সে ডাকাতি মামলার দুই আসামি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রাম অফিস/মিরসরাই সংবাদদাতা ॥ চট্টগ্রামের মিরসরাইয়ে সোমবার ভোর চারটার দিকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়। ঘটনাস্থল থেকে ৫টি পিস্তল, ৩টি এলজি এবং গুলিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, নিহতরা হলো পিরোজপুরের মঠবাড়িয়ার ইয়াকুব মাল (৪৫) ও ঢাকার মিরপুরের কামরুল হাসান (৪২) । এ দুজন মিরসরাইয়ের বারইয়ারহাটে শামীম জুয়েলার্সের ২৫০ ভরি স্বর্ণ ডাকাতি মামলার আসামি। র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, রবিবার রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব জোরারগঞ্জের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল প্রথমে র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালালে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত মারা যায়। এক পর্যায়ে ডাকাত সদস্যরা পিছু হটে পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়। নিহত ডাকাতরা চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বারইয়ারহাটে স্বর্ণের দোকানে ডাকাতি করে আড়াই শ’ ভরি স্বর্ণালঙ্কার লুটের মামলার আসামি ছিল। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব অধিনায়ক জানান। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, মস্তাননগর হাসপাতালে প্রাাথমিক সুরতহাল শেষে নিহত ডাকাতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
×