ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে টেকনিক্যাল কমিটি

প্রকাশিত: ০৬:১৬, ১৯ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে টেকনিক্যাল কমিটি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবনের ভাগ্য নির্ধারণে কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) গঠিত টেকনিক্যাল কমিটি। সোমবার তারা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবারও কমিটির ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করার কথা রয়েছে। কমিটির প্রতিবেদনে হাতে ফেলে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চউক কর্তৃপক্ষ। এ সম্পর্কে চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর টেকনিক্যাল বিষয়গুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতোমধ্যে ভবনগুলো পরিদর্শন করা শুরু করেছি। আগামীকাল (আজ মঙ্গলবার) আমরা পরিদর্শন করব। এরপর এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করব। কমিটির রিপোর্ট পাওয়ার পরই চউক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি। পরিদর্শনকালে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর পরিস্থিতি কেমন দেখলেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি চউক আনুষ্ঠানিকভাবে জানাবে। আমি এর বেশি কিছু বলতে পারব না। বুধবার রাত ৮টার দিকে সংঘটিত ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম নগরীতে একটি শপিং কমপ্লেক্সসহ দশটি ভবন হেলে পড়ে খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হতে ওইদিনই সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। কমিটিকে হেলে পড়া ভবনগুলো দ্রুত শনাক্ত করতে নির্দেশ দেয়া হয়।
×