ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসমাত জাহান যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ এপ্রিল ২০১৬

ইসমাত জাহান যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য, বেলজিয়াম ও শ্রীলঙ্কায় নতুন দূত নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ইসমাত জাহানকে যুক্তরাজ্যের পরবর্তী হাইকমিশনার নিয়োগ করা হয়েছে। বেলজিয়ামে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মোঃ শাহদাত হোসেন, যিনি ইতালিতে রাষ্ট্রদূত ছিলেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহকে হাইকমিশনার করে পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। তিনি ইসলামাবাদে বদলি হয়ে যাওয়া তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন। তবে যুক্তরাজ্যের হাইকমিশনারের দায়িত্বে থাকা মোঃ আবদুল হান্নানের পরবর্তী পদায়নের বিষয়ে কিছু জানানো হয়নি। বিসিএস-১৯৮২ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা ইসমাত জাহান ২০০৯ সালের আগস্ট থেকে ব্রাসেলসে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিউইয়র্কে দায়িত্ব পালন করেন। ইসমাত জাহান রাষ্ট্রদূত হিসেবে নেদারল্যান্ডসে প্রথম দায়িত্ব পালন করেন। তার আগে তিনি নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন এবং জেনেভা ও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি দু’বার জাতিসংঘের নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ কমিটির (সিইডিএডব্লিউ) সদস্য নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। শাহাদাত হোসেন ২০১২ সালের সেপ্টেম্বরে ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। বিসিএস-১৯৮৪ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের এই কর্মকর্তা এর আগে কাতার ও শ্রীলঙ্কায় যথাক্রমে রাষ্ট্রদূত ও হাইকমিশনার হিসেবে কাজ করেছেন। তিনি মিসরে বাংলাদেশ দূতাবাসে, ইসলামাবাদ ও নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। শাহদাত হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে পড়েছেন। প্রথমবারের মতো হাইকমিশনারের দায়িত্ব পাওয়া রিয়াজ হামিদুল্লাহ এর আগে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন। সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবেও কাজ করেছেন অর্থনীতিতে স্নাতকোত্তর এ পেশাজীবী কূটনীতিক।
×