ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সব হিমোফিলিয়া রোগীকে চিকিৎসার আওতায় আনা হবে ॥ ডা. কামরুল

প্রকাশিত: ০৮:৫১, ১৮ এপ্রিল ২০১৬

সব হিমোফিলিয়া রোগীকে চিকিৎসার  আওতায় আনা হবে ॥ ডা. কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, হিমোফিলিয়া এমন একটি রোগ যার প্রতিকার নেই কিন্তু চিকিৎসার মাধ্যমে রোগীরা স্বাভাবিক জীবন-যাপন করতে পারেন। হিমোফিলিয়ায় আক্রান্ত দেশের সকল রোগীকে যথাযথ চিকিৎসার আওয়ায় নিয়ে আসা সরকারের আকাক্সক্ষার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েরও রয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের উদ্যোগে “চিকিৎসা সকলের, প্রত্যাশা সবার” স্লোগানকে সামনে রেখে সকাল ১০টায় শহীদ ডাঃ মিলন হলে বিশেষজ্ঞ চিকিৎসক, আক্রান্ত রোগীদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হিমোফিলিয়া রোগটি সম্পর্কে সাধারণ মানুষ জানেন না। এজন্য সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরী। Ñবিজ্ঞপ্তি।
×