ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিচয় গোপন করে বিদেশ সফর করায় রাজউক কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৮:১১, ১৮ এপ্রিল ২০১৬

পরিচয় গোপন করে বিদেশ সফর করায় রাজউক কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সরকারী চাকরিজীবী হয়েও ব্যবসায়ী পরিচয়ে বিদেশ গমণের অভিযোগে রাজউক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে রাজউক কর্মকর্তা তাহমিদুল ইসলাম মিলনকে গ্রেফতারের বিষয়টি দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। রাজউকের এস্টেট-১ শাখার তত্ত্বাবধায়ক তাহমিদুল ইসলাম মিলনকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বাধীন একটি টিম গ্রেফতার করে। তাহমিদুল ইসলামের বিরুদ্ধে চাকরিজীবী হওয়া সত্ত্বেও পাসপোর্টে মিথ্যা পরিচয় দিয়ে ব্যবসায়ী উল্লেখ করে বিদেশ ভ্রমণের অভিযোগ রয়েছে। এছাড়া বেসরকারী ব্যাংকিং চ্যানেলে (হুন্ডির মাধ্যমে) ১ কোটি ৬৩ লাখ টাকা অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে দুদকের মামলার এ আসামির বিরুদ্ধে। এসব অভিযোগে দুদক তার বিরুদ্ধে গত বছর পৃথক দু’টি মামলা দায়ের করে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে দুদক।
×