ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘বৃহন্নলা’ ছবির জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল

প্রকাশিত: ০৭:৫২, ১৮ এপ্রিল ২০১৬

‘বৃহন্নলা’ ছবির জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে একটি চলচ্চিত্রকে কয়েকটি শাখায় জাতীয় পুরস্কার দেয়ার পর সেগুলোকে বাতিল ঘোষণা করেছে সরকার। ‘বৃহন্নলা’ নামের এই চলচ্চিত্রটি ২০১৪ সালে তিনটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর অভিযোগ উঠেছিল, চলচ্চিত্রটির কাহিনী সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প গাছটি বলেছিল’র সঙ্গে হুবহু মিলে যায়। খবর বিবিসি বাংলার। কিন্তু এজন্য লেখকের অনুমতি নেয়া হয়নি। এমনকি চলচ্চিত্রের ভেতরে লেখককে কোনরকম স্বীকৃতিও দেয়া হয়নি। এমন একটি চলচ্চিত্রকে জাতীয় পুরস্কার দেয়ায় ওই সময়ে বাংলাদেশে বিস্তর সমালোচনা হয়েছিল। তথ্য সচিব মর্তুজা আহমেদ বলেন, সরকারী অনুদানের চলচ্চিত্রের ক্ষেত্রে একটি শর্ত হলো গল্পটি মৌলিক হতে হবে। ফলে যখন অভিযোগ পাওয়া গেল, যে এই গল্পটি মৌলিক নয় এবং অন্য একজনের গল্প থেকে নেয়া এবং সেখানে কোনরকম স্বীকৃতি দেয়া হয়নি, তখন তথ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ার পর পুরস্কার বাতিল হয়েছে। এখন চলচ্চিত্রটির নির্মাতা ও কাহিনীকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। তিনি আরও বলেন, তাদের কাছ থেকে অনুদানের অর্থ ফেরত নেয়াসহ অন্যান্য বিধিবদ্ধ ব্যবস্থা নেয়া হবে। সরকারী অনুদানের চলচ্চিত্র বৃহন্নলা মুক্তি পায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে। এটি ওই বছরই সেরা চলচ্চিত্র, সেরা কাহিনীকার এবং সেরা সংলাপ রচয়িতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
×