ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৩

প্রকাশিত: ০৭:৫১, ১৮ এপ্রিল ২০১৬

ইকুয়েডরে ভূমিকম্পে  নিহতের সংখ্যা  বেড়ে ২৩৩

বিডিনিউজ ॥ দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। ইতালি থেকে দেশে ফেরার পথে থাকা দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া রবিবার মৃতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। টুইটারে তিনি বলেন, ‘এ মুহূর্তে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধার করাটাই অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।’ কর্তৃপক্ষ ভূমিকম্পে আহতের সংখ্যা ১৫শ’র বেশি বলে জানিয়েছে। ভূমিকম্পস্থলের কাছের উপকূলীয় এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত পেডারনালস এলাকা। এ এলাকাটিতে ভূমিকম্প পরবর্তী ১৩৫ পরাঘাত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
×