ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাপলিন বিশ্বের উদ্বোধন

প্রকাশিত: ০৬:০৮, ১৮ এপ্রিল ২০১৬

চ্যাপলিন বিশ্বের উদ্বোধন

সিনেমা জগতের ব্রিটিশ কিংবদন্তি চার্লি চ্যাপলিনের জীবন ও কাজের ওপর রবিবার একটি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। সুইজারল্যান্ডে লেক জেনেভার তীরে চার্লি চ্যাপলিনের নিজ বাড়িতে এই জাদুঘরটির যাত্রা শুরু হলো। এর নাম দেয়া হয়েছে চ্যাপলিনের বিশ্ব। বিশাল এই বাড়িতে নির্বাক চলচ্চিত্রের এই তারকা তার জীবনের শেষ ২৫ বছর কাটিয়েছেন। দর্শনার্থীরা তার এই বাড়ি ঘুরে দেখতে পারবেন। এই বাড়িতে তিনি থাকতেন তার স্ত্রী উনা এবং তাদের আট সন্তানকে নিয়ে। তার সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ রাখা আছে এই জাদুঘরে। এসবের মধ্যে রয়েছে চার্লি চ্যাপলিনের খেরোখাতা যেখানে তিনি তার সিনেমার একটি দৃশ্যের বিস্তারিত বিবরণ স্কেচের মাধ্যমে লিখে রাখতেন। জাদুঘরটিতে আছে তার বিখ্যাত টুপি এবং হাতের ছড়ি। চার্লি চ্যাপলিনের বয়স যখন ষাটের ওপরে তখন তিনি রাজনৈতিক হয়রানির ভয়ে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে সুইজারল্যান্ডে চলে যান। তার প্রতি অভিযোগ উঠেছিল যে, তিনি কমিউনিস্টদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার ছবিতে ক্ষুধা, দারিদ্র্য আর রাজনৈতিক নিপীড়নের কাহিনী তুলে ধরা হয়েছে। Ñবিবিসি অবলম্বনে।
×