ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংকের দেড় কোটি টাকা আত্মসাত, চট্টগ্রামে গার্মেন্টস মালিক গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৮, ১৮ এপ্রিল ২০১৬

ব্যাংকের দেড় কোটি টাকা আত্মসাত, চট্টগ্রামে গার্মেন্টস  মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উত্তরা ব্যাংকের এক কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ‘এফ এস এ্যাপারেলস গার্মেন্টস’ নামের এক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কর্মকর্তারা রবিবার দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার সিরাজুল ইসলাম ওই প্রতিষ্ঠানের ডিএমডি। দুদক চট্টগ্রামের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। দুদক সূত্রে জানা যায়, এফ এস এ্যাপারেলস গার্মেন্টসের ডিএমডি সিরাজুল ইসলাম ২০০৩ সালে শিপমেন্টের নামে উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে এক কোটি ৬৩ লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি শিপমেন্ট না করেই টাকাগুলো আত্মসাত করে গা-ঢাকা দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০০৩ সালের ২০ অক্টোবর দুদক চট্টগ্রাম অফিসের তৎকালীন সহকারী পরিদর্শক সিরাজুল হক নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সিরাজুল ইসলামসহ চারজনকে আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা মানিক লাল দাশের সহযোগিতায় আগ্রাবাদ থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের আদেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। একই মামলায় অপর তিন আসামি এফ এস এ্যাপারেলস গার্মেন্টেসের মালিক এম এম আক্তার, পরিচালক আবেদা আক্তার ও রেজাউল কিবরিয়া এখনও পলাতাক রয়েছেন বলে জানান মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট দুদক কর্মকর্তা।
×