ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনকণ্ঠের উপ-সম্পাদক মোয়াজ্জেমুল হকের স্ত্রীর ইন্তেকাল

প্রকাশিত: ০৬:০৭, ১৮ এপ্রিল ২০১৬

জনকণ্ঠের উপ-সম্পাদক  মোয়াজ্জেমুল হকের স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হকের সহধর্মিণী শিরিন সাহেদা খানম রবিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি ২ পুত্রসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মোয়াজ্জেমুল হক জানান, তাঁর ব্রিটেন ও অস্ট্রেলিয়া প্রবাসী দুই পুত্র দেশে ফিরলে জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে দুই পুত্র দেশের উদ্দেশে যাত্রা করছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ, মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি শামসুল হক হায়দরি, সাধারণ সম্পাদক মোঃ শাহ নেওয়াজ, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মঈনউদ্দিন কাদেরী শওকত ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং দৈনিক জনকণ্ঠ চট্টগ্রাম অফিসের সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীরা সাংবাদিক মোয়াজ্জেমুল হকের স্ত্রী শিরিন সাহেদা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
×