ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে ছেলে খুন হওয়ার খবর শুনে বাবার মৃত্যু

প্রকাশিত: ০৬:০৭, ১৮ এপ্রিল ২০১৬

গাজীপুরে ছেলে খুন হওয়ার  খবর শুনে  বাবার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৭ এপ্রিল ॥ গাজীপুরে ধারালো অস্ত্রে ছেলেকে কুপিয়ে খুন করার খবর শুনে বাবার মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সিংড়াতলী এলাকায় রবিবার এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের ভাতিজা আতাবুদ্দিনকে আটক করেছে। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নাজমুল হক ভুইয়া ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সিংড়াতলী এলাকায় একটি বিরোধপূর্ণ জমিতে স্থানীয় গিয়াস উদ্দিনের রোপন করা কাঁচা ধান লোকজন নিয়ে কাটছিল তার ভাতিজা আতাবুদ্দিন (৩৫)। এ খবর শুনে গিয়াস উদ্দিনের ছেলে ফাইজুদ্দিন (২৬) ঘটনাস্থলে গিয়ে আতাবুদ্দিনকে ধান কাটতে বাধা দেয়। এতে দু’চাচাত ভাইয়ের মধ্যে বিত-া হয়। একপর্যায়ে আতাবুদ্দিন তার হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে ফাইজুদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ছেলে ফাইজুদ্দিন মারা গেছে এমন খবর শুনে বাড়িতে অবস্থানরত ফাইজুদ্দিনের বৃদ্ধ বাবা গিয়াস উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান। স্থানীয়রা আহত ফাইজুদ্দিনকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা কাঁচি উদ্ধার ও আতাবুদ্দিনকে আটক করে।
×