ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরবর্তী সাক্ষ্যের দিন ২১ এপ্রিল

হবিগঞ্জের ৩ রাজাকারের পক্ষে সাফাই সাক্ষ্য অব্যাহত ॥ যুদ্ধাপরাধী বিচার

প্রকাশিত: ০৬:০৬, ১৮ এপ্রিল ২০১৬

হবিগঞ্জের ৩ রাজাকারের পক্ষে সাফাই সাক্ষ্য অব্যাহত ॥ যুদ্ধাপরাধী বিচার

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের দুই সহোদর ও তাদের চাচাতো ভাই মহিবুর রহমান ওরফে বড় মিয়া, মজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের পক্ষে সাফাই সাক্ষী অব্যাহত রয়েছে। রবিবার তাদের পক্ষে ৬ষ্ঠ সাফাই সাক্ষী গিয়াস উদ্দিন জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে প্রসিকিউটর তাকে জেরা করেছেন। পরবর্তী সাফাই সাক্ষীর জন্য ২১ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন পক্ষে সুলতান মুহাম্মদ সিমন ও আসামি পক্ষে মাসুদ রানা উপস্থিত ছিলেন। এই তিন রাজাকারের বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো চারটি অভিযোগ গঠন করা হয়েছে। সাফাই সাক্ষী তার জবানবন্দীতে বলেন, আমার নাম মোঃ গিয়াস উদ্দিন। আমার বর্তমান বয়স আনুমানিক ৫৬ বছর। আমার ঠিকানাÑ গ্রাম- খুসসা খাগাউড়া, থানা- বানিয়াচং, জেলা-হবিগঞ্জ। ১৯৭১ সালে পাকিস্তান আর্মিরা হঠাৎ করে কর্নেল রব সাহেবের বাড়িতে এসে তার ঘরে আগুন দেয়। আমার চাচা মুক্তিযোদ্ধা চেয়ারম্যান নুরুজ্জামান ও ডাঃ আবু সালেহ আমাদের এই বাড়িতে বসবাস করত। পাকিস্তান আর্মিরা ঐ সময় তাদের দুই জনের ঘরসহ আমাদের ঘরেও আগুন দেয়। ওই সময় পাকিস্তান আর্মিদের সঙ্গে রাজাকার মোস্তফা, রাজাকার রুসমত আলী, রাজাকার মলু মিয়া, রাজাকার চাউ মিয়া, রাজাকার ইসরাইলসহ আরও অনেক রাজাকার ছিল। পাকিস্তান আর্মি ও রাজাকাররা আমাদের ঘরে আগুন দেয়ার পর তারা যে দিক থেকে এসেছিল সে দিকে চলে যায়। আমাদের প্রতিবেশী মঞ্জব আলীর স্ত্রীকে পাকিস্তান আর্মিরা বা রাজাকাররা ধর্ষণ করেনি। আমি তাকে ধর্ষণের কোন ঘটনা দেখিনি। কিংবা শুনিওনি। ধর্ষণের কোন ঘটনা কখনও ঘটেনি। আসামিরা কখনও রাজাকার ছিল না। একাত্তরে তারা লেখাপড়া করত এবং এলাকাতেই থাকত।
×