ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শফিক রেহমানের রিমান্ড বাতিল করে অবিলম্বে মুক্তি দিন ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ এপ্রিল ২০১৬

শফিক রেহমানের রিমান্ড বাতিল করে অবিলম্বে মুক্তি দিন ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক শফিক রেহমানকে রিমান্ডে নেয়ার ঘটনা অমানবিক বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুর দুটোয় রাজধানীর ইস্কাটনে শফিক রেহমানের বাসায় গিয়ে তাঁর স্ত্রী তালেয়া রেহমানের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি শফিক রেহমানের মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিল করে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন। ফখরুল বলেন, অন্যায়ের বিরুদ্ধে লেখার কারণেই সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে সরকার গ্রেফতার করেছে। তাঁর মতো মানুষকে রিমান্ডে নেয়া কাম্য নয়। যারাই এ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করছেন, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। আর তারাই সরকারের জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন। মির্জা ফখরুল বাসায় গেলে শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান তার স্বামীকে গ্রেফতারের ঘটনা বর্ণনা করেন। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেনÑ বিএনপির সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, আবদুস সালাম, জি-৯ এর সাধারণ সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন সায়ান্ত ও সদস্য রুমিন ফারহানা প্রমুখ। শফিক রেহমানকে মিথ্যা অজুহাতে গ্রেফতার করা হয়েছেÑ নজরুল ॥ সাংবাদিক শফিক রেহমানকে মিথ্যা অজুহাতে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শফিক রেহমানসহ গ্রেফতারকৃত সকল পেশাজীবী নেতার মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। শফিক রেহমানকে কৌশলে হত্যার চক্রান্ত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপিকে দুর্বল করার জন্য যা যা করা দরকার তাই করছে এ সরকার। শফিক রেহমানের গ্রেফতার আরেকটি দৃষ্টান্ত হয়েছে যে সরকারের সমালোচনা করবে তার ভাগ্যে জেল-জরিমানা জুটবে। তিনি বলেন, শফিক রেহমান সারাজীবন গণতন্ত্রের পক্ষে লেখালেখি করেছেন। তার লেখায় কখনও সন্ত্রাসবাদের লেশমাত্র পাওয়া যায়নি। দেশের হারানো গণতন্ত্র ফিরে পেতে বর্তমান সরকারের পতনের কোন বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, এ সরকার পরমতসহিষ্ণুতায় বিশ্বাসী নয়। তারা শুধু মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে আর সেটিকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। নজরুল ইসলাম বলেন, দেশে বর্তমানে নির্বাচনের নামে তামাশা চলছে। বিনা ভোটে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করছে। আর যারা ভোটে নির্বাচিত হচ্ছে তাদের কারাগারে যেতে হচ্ছে। তিনি বলেন, আমরা হীরক রাজার দেশে বসবাস করছি। দেশের জনগণ এদের মানে না। জনগণ যখন রশি ধরে দেবে টান তখন হীরক রাজার এ সরকারের গদি ভেঙ্গে হবে খান খান। আর সেটি শুধু সময়ের ব্যাপার মাত্র। নজরুল ইললাম বলেন, শফিক রেহমান দেশে ভালবাসা দিবসের প্রচলন করেছেন। তিনি যে অনুষ্ঠান করেন তার নাম ‘লাল গোলাপ’। এ ধরনের মানুষকে একজনকে হত্যা করার ষড়যন্ত্রকারী হিসেবে কারাগারে যেতে হলো। কাউকে বিশ্বাস করানো যাবে না শফিক রেহমান কোন হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। তিনি অবিলম্বে শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ যে সকল সাংবাদিক কারাগারে আছেন তাদের সবার মুক্তির দাবি করেন। নজরুল ইসলাম বলেন, কী দুর্ভাগ্য আমাদের। জীবনের মায়া ত্যাগ করে যে দেশ স্বাধীন করেছিলাম সে দেশে সারাজীবন যে মানুষটি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন সেই শফিক রেহমানকে বর্তমান সরকার মিথ্যা অজুহাতে গ্রেফতার করেছে। আমরা বুঝি সরকারের আসল মতলব কী। গণতন্ত্রের মুখোশ পরে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আর সে পথে তাদের একমাত্র বাধা খালেদা জিয়া। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেনÑ বিএনপি নেতা ডাঃ এজেডএম জাহিদ হোসেন, তৈমুর আলম খন্দকার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক নেতা এমএ আজিজ, এম আব্দুল্লাহ প্রমুখ। নিখোঁজ ইলিয়াস আলীর পরিবারের খোঁজখবর নেন ফখরুল ॥ বিএনপির সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর বনানীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার চতুর্থ বার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে রবিবার বিকেলে তাঁর বাসায় যান তিনি। এ সময় তিনি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় ইলয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এখনও আমি আমার স্বামী ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশা করি। যত দিন নিঃশ্বাস থাকবে আমি তাকে ফিরে পাওয়ার আশায় থাকব। আমার স্বামীকে ফিরে পেতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমার মেয়ে সব সময় বাবার কথা বলে। কোথায় তার বাবা? উত্তরে আমি কোন কথা বলতে পারি না। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর মহাখালী থেকে গাড়িচালক আনসার আলীসহ অপহৃত হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এর পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।
×