ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে অর্থ উদ্ধারে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৫:৪৯, ১৮ এপ্রিল ২০১৬

ফিলিপিন্সে অর্থ উদ্ধারে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘সাইবার এ্যাটাকের’ মাধ্যমে রিজার্ভ এ্যাকাউন্ট থেকে ফিলিপিন্সে স্থানান্তরিত অর্থ উদ্ধারে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। রবিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে সংস্থাটির দুই বিশেষজ্ঞ কেভিন স্টিভেনসন ও পিয়ানি মালিক এ আশ্বাস দেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। বিশ্বব্যাংক বিশেষজ্ঞদের সঙ্গে গবর্নর ফজলে কবির ও দুই ডেপুটি গবর্নরের সঙ্গে বৈঠকের ব্যাপারে এক ঝটিকা ব্রিফিংকালে তিনি বলেন, অর্থ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। বিশ্বব্যাংকের দুইজন আইন বিষয়ক কর্মকর্তা স্টিভেনসন ও পিয়ানি এসেছিলেন। তারা গবর্নর ও ডেপুটি গবর্নরের সঙ্গে সভায় মিলিত হন। এর আগে তারা বিএফআইইউর (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সাইবার এ্যাটাকের মাধ্যমে স্থানান্তরিত অর্থ ফেরত আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এফআরবি (ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউইয়র্ক), আরসিবিসি এবং ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ ও এসব দেশগুলোকে বাংলাদেশের যেসব দূতাবাসগুলো আছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন; এ সম্পর্কিত যত পদক্ষেপ নেয়া হয়েছে, তার সবই বিশ্বব্যাংককে জানানো হয়েছে। তারা অভিমত দিয়েছেন, এসব পদক্ষেপ যথার্থ। শুভঙ্কর সাহা বলেন, ফিলিপিন্সে স্থানান্তরিত অর্থের সামান্য পরিমাণ আদায় হয়েছে, সেটা আনডিজভারইসড (ব্যাংক হিসেবে জমা) অবস্থায় ছিল। আর সাম্প্রতিক সময়ে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে অংশটা জমা দেয়া হয়েছে, তা ওই দেশের আইনী প্রক্রিয়া শেষে বাংলাদেশকে ফেরত দেয়া হবে। তিনি আরও জানান, এখনও এফআরবির বিরুদ্ধে মামলার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এফআরবির সঙ্গে বাংলাদেশ ব্যাংক নিয়মিত যোগাযোগ রক্ষা করছে, তারাও সর্বোচ্চ সহযোগিতা দেয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেছে।
×