ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষ আহত ৫

প্রকাশিত: ০৪:৫৪, ১৮ এপ্রিল ২০১৬

মাদারীপুরে জমি নিয়ে সংঘর্ষ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৭ এপ্রিল ॥ জমি দখলকে কেন্দ্র করে রবিবার ভোরে কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের প্রধান সড়কের পাশে দুই ঘণ্টাব্যাপী দফায়-দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। জানা গেছে, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের আকতার কাজীর সঙ্গে দক্ষিণ রাজদী গ্রামের মিজানুর হাওলাদারের শত্রুতা চলছিল। এর জের ধরে মিজান হাওলাদার তার দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে আকতার কাজীর ক্রয়কৃত ২০ শতাংশ জমিতে নির্মিত একটি টিনশেড ঘর গুঁড়িয়ে দেয়ার চেষ্টা চালায়। এ সময় তাদের বাধা দিলে উভয় পক্ষের মাঝে দফায়-দফায় সংঘর্ষের সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আকতার কাজীসহ কমপক্ষে ৫ জন আহত হন। কুষ্টিয়ায় সেই নেতার মার্কেট গুঁড়িয়ে দিল প্রশাসন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৭ এপ্রিল ॥ কুষ্টিয়ায় সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে নির্মাণাধীন মার্কেট অবশেষে গুঁড়িয়ে দিল প্রশাসন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে সওজ ও বিটিসিএল অফিসের জায়গা দখল করে ওই মার্কেট নির্মাণ করে আসছিল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন মালিথা। রবিবার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন অভিযান চালিয়ে নির্মাণাধীন ওই মার্কেট গুঁড়িয়ে দেন। এ সময় সেখানে বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশের সদস্য ছাড়াও সওজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার কাজ বন্ধ করতে গেলে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ও তার লোকজন সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দারসহ তার অফিসের স্টাফদের ওপর হামলা চালায়। গাজীপুরে প্রশিক্ষণ কর্মশালা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৭ এপ্রিল ॥ বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের টিউটরদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে রবিবার শেষ হয়েছে। এর আগে শনিবার কর্মশালার উদ্বোধন করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এমএ মান্নান। প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া ও পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন।
×