ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৪, ১৮ এপ্রিল ২০১৬

টুকরো খবর

মূর্তি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৭ এপ্রিল ॥ ভালুকা উপজেলার আখালিয়া পশ্চিমপাড়া গ্রামে শনিবার রাতে কে বা কারা প্রমোদ চন্দ্র সরকারের বাড়ির পূজাম-পের ৫টি মূর্তি ভাংচুর করেছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৭ এপ্রিল ॥ চাকরি জাতীয়করণের দাবিতে রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন ভালুকা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম ফজলুল হক। পানিতে ডুবে ছাত্রের মৃত্যু সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৭ এপ্রিল ॥ লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে রিফাত হোসেন (১৩) নামের সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ১০নং রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত ওই এলাকার সংগ্রাম মাঝির ছেলে ও শায়েস্তানগর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র। নারী প্রতারক আটক নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ১৭ এপ্রিল ॥ রাঙ্গুনিয়ায় নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে প্রতারক চক্রের এক মহিলা সদস্য। শনিবার সন্ধ্যায় উপজেলার পোমরা শান্তিরহাট বাজারে এ চক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও হোসনে আরা বেগম (৩০) নামে এক মহিলা সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। বিদ্রোহী প্রার্থী হামলার শিকার স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। শনিবার রাতে ঝিকরগাছা উপজেলার মাস্টার স’ মিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ইসতিয়াক আহমেদ রয়েল (৩৮) ঝিকরগাছা সদর ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক। তিনি লাউজানি এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে। রবিবার তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপহৃত ছাত্রী উদ্ধার যশোরে অপহরণের অভিযোগে এক কলেজছাত্রকে আটক ও অপহরণের শিকার মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে। ঘটনার শিকার মুমতাহীনা (১৪) যশোরের সদর উপজেলার জয়ন্তা গ্রামের আব্দুল মজিদের মেয়ে ও ধলেরগালি মহিলা মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী। আটক শামিমুুর রুবেল (২১) সদর উপজেলার শাখারিগাতি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র। শত্রুতার আগুনে পুড়ল পানক্ষেত নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৭ এপ্রিল ॥ দৌলতপুরে ১৫ বিঘা জমির পানক্ষেত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে উপজেলার বাগোয়ান এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসীর ধারণা। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, বাগোয়ান গ্রামে প্রায় ১৫ বিঘা জমির ওপর ১২শ’ পিলি পানের বরজ বা পানক্ষেতের চাষ করেন একই গ্রামের মকবুল মাস্টার ও তার ছেলে সুরাত, নান্নু ও মাসুদসহ কয়েক কৃষক। ঘটনার দিন ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ওই পানক্ষেত বা বরজে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে হাবিবুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে তালা উপজেলার মুড়াকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু হাবিবুল্লাহ একই গ্রামের হেকমত আলীর ছেলে। দুস্থের মাঝে চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ এপ্রিল ॥ বাউফলে ৯১ দুস্থ ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতারণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ দুই লাখ টাকার চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া প্রমুখ। মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৭ এপ্রিল ॥ গোপালগঞ্জে কলেজছাত্রী কুয়াশা জামান মৌ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রবিবার প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচী পালিত হয়। এতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সহপাঠী অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে মৌয়ের হত্যাকারী ঘাতক স্বামী জীবান শেখকে গ্রেফতার ও তার ফাঁসির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
×