ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঐক্যের ডাক সাংবাদিক নেতাদের

প্রকাশিত: ০৪:৫৪, ১৮ এপ্রিল ২০১৬

ঐক্যের ডাক সাংবাদিক নেতাদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের ডাক দিয়েছেন ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে প্রীতি সম্মেলনে এ ডাক দেন তিনটি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এই অনুষ্ঠানে আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য জাবীদ অপু, মোঃ আনিসুজ্জামান, সাবেক সদস্য কাজী গিয়াস প্রমুখ। মতুয়া মেলা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে দক্ষিণাঞ্চলের বৃহৎ মতুয়া মেলা ও বারুণি স্নানোৎসব সোমবার থেকে শুরু হচ্ছে। শ্রীশ্রী হরিচঁদি ঠাকুরের ২০৫তম জন্ম স্মরণোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী এ মেলায় লক্ষ্মীখালীর গোপাল চাঁদ সাধুবাড়ির বিশাল প্রাঙ্গণে নারী-শিশুসহ লাখ লাখ ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। ইতোমধ্যে দেশ-বিদেশের মতুয়া ভক্তরা দল নিয়ে আসছেন লক্ষ্মীখালীতে। সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনে সাম্প্রদায়িক সম্প্রীতির এ মেলায় ধর্মীয় আবহ আর লোকজ ঐতিহ্যের পাশাপাশি মৃৎ, কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রদর্শনীর সঙ্গে চলে বিকিকিনি। হরি সঙ্কীর্তন, ঢোল, খোল-কর্তাল, একতারা, প্রেমজুড়ি, হারমোনিয়াম বাজিয়ে মতুয়া নারী-পুরুষের গানের সঙ্গে মন্দির প্রদক্ষিণ ও মাতম করেন। ছেলেকে পুলিশে দিলেন মা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলায় মাদকাসক্ত এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদ- দেয়। দ-প্রাপ্ত যুবকের নাম সিহাব আলী (২৫)। সে উপজেলার মাকরান্দা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে। আট দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ১৭ এপ্রিল ॥ রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী এলাকায় অগ্নিকা-ে আট দোকান পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। রবিবার দুপুরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে জানান রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ নারায়ণ চক্রবর্তী। বাউফল রিপোর্টার্স ইউনিটির কমিটি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ এপ্রিল ॥ বাউফল রিপোর্টার্স ইউনিটির দুই বছর (২০১৬-১৮) মেয়াদের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু সভাপতি ও দৈনিক সকালের খবরের সংবাদদাতা এমএ বশার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেনÑ আসাদুজ্জামান সোহাগ সহ-সভাপতি, তোফাজ্জেল হোসেন সহ-সাধারণ সম্পাদক, এম নাজিম উদ্দিন দফতর সম্পাদক, উত্তম কুমার কোষাধ্যক্ষ, এইচএম বাবলু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ইউসুফ সেন্টু সমাজকল্যাণ সম্পাদক, নির্বাহী সদস্য পদে আরেফিন সহিদ, মোঃ খলিলুর রহমান, তৌহিদ হোসেন উজ্জ্বল ও শিশির চন্দ্র দাস। ধর্ষণের দায়ে যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৭ এপ্রিল ॥ ধর্ষণ মামলায় বাদশা মোল্যাকে (৪০) যাবজ্জীবন ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদ- দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ গোলাম আজম। রবিবার দুপুরে তিনি এ আদেশ দেন। জানা যায়, ২০১০ সালের মার্চে লোহাগড়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের সত্তার মোল্যার ছেলে বাদশা মোল্যা মামলার বাদী বিধান কুমারের পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে। ব্যানার পোড়ানোর প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৭ এপ্রিল ॥ নড়াইলের বাসগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বল্লারটোপ এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের ব্যানার এবং ফেস্টুন পুড়িয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে বল্লারটোপ নতুন হাট বটগাছ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেনÑ চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ফসিয়ার রহমান, আক্কাস শেখ প্রমুখ। রামেকে ইন্টার্নিদের কর্মবিরতি প্রত্যাহার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্নি চিকিৎসকরা তাদের কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করেছেন। রবিবার দুপুর আড়াইটা থেকে তারা কাজে যোগদান করেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করার শর্তে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানিয়েছে তারা। দুপুর আড়াইটা থেকে তারা কাজে যোগদান করেছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি আল আমিন এইচ সরকার জানান, তারা হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করে তিন দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন। হামলায় আহত বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ এপ্রিল ॥ বাউফলে নির্বাচনী সহিংসতায় আহত দীনবন্ধু হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, গত ২২ মার্চ আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদবপুর গ্রামের মেম্বার প্রার্থী পরিতোষ হাওলাদারের চাচা দীনবন্ধু হাওলাদার ফল ঘোষণার পর রাত ১১টার দিকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ প্রার্থী জাফর উল্লাহর কয়েক কর্মী তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। ১২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় নান্দাইলের ১২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। শনিবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নান্দাইলের ১১টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১২ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দল থেকে বহিষ্কার হওয়া ১২ প্রার্থী হলেনÑ মোয়াজ্জেমপুর ইউনিয়নে এবি ছিদ্দিক, আজিজুল ইসলাম, নান্দাইল ইউনিয়নে আবু নাঈম ভূঁইয়া ফারুক, মোশারফ হোসেন কাজল, চ-ীপাশা ইউনিয়নে শাহাবউদ্দীন ভূঁইয়া, গাংগাইল ইউনিয়নে আসাদুজ্জামান নয়ন, সিংরইল ইউনিয়নে সাইফুল ইসলাম, আচারগাঁও ইউনিয়নে রফিকুল ইসলাম রেনু, হাশিম উদ্দিন ও সারোয়ার হোসেন আদিল, জাহাঙ্গীরপুর ইউনিয়নে মোস্তফা কামাল ওয়ানিছ এবং খারুয়া ইউনিয়নে আফাজ উদ্দিন।
×