ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্ত্রী ও র‌্যাব প্রধান পরিচয়ে চাঁদাবাজি ॥ আটক ৩

প্রকাশিত: ০৪:৫৩, ১৮ এপ্রিল ২০১৬

মন্ত্রী ও র‌্যাব প্রধান পরিচয়ে  চাঁদাবাজি ॥ আটক ৩

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যোগাযোগমন্ত্রী ও র‌্যাবপ্রধান পরিচয়ে মোবাইল ফোনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করার ঘটনায় তিন প্রতারককে আটক করছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা ডিবি পুলিশের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ব্রাহ্মণপাড়া গ্রামের রাধানাথ বাছাড়ের ছেলে ভুয়া যোগাযোগমন্ত্রী পরিমল বাছাড় (৪০), পরিমল ম-লের ছেলে ভুয়া র‌্যাবপ্রধান সবুজ ম-ল (১৯) ও বিকাশের মাধ্যমে টাকা উত্তোলনকারী নারায়ণ বাছাড়ের ছেলে অমিত বাছাড় (১৭)। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝালকাঠির নলছিটি উপজেলার মগর গ্রামের লেবানন প্রবাসী মামুনের স্ত্রী কলি আক্তার ২৫ মার্চ বরিশালের বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামের তার বোন আম্বিয়া বেগমের বাড়িতে বেড়াতে আসেন। ওইদিন কলি আক্তারের মোবাইল ফোনে কল দিয়ে অজ্ঞাত এক নারী জানান, র‌্যাবের প্রধান তার সঙ্গে এখন কথা বলবেন। ভুয়া র‌্যাবপ্রধান ২৫ হাজার টাকা দাবি করে বলেন, দাবিকৃত টাকা না পেলে বিদেশে তার স্বামীর ক্ষতি করা হবে। এতে ভতি হয়ে কলি দ্রুত ২৪ হাজার ৫শ’ টাকা প্রতারকদের দেয়া বিকাশ নম্বরে পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পরে কলির নিজের মোবাইলে নিজের নম্বর থেকে কল এলে তিনি হতবাক হয়ে যান। কলটি রিসিভ করার পর অজ্ঞাত ব্যক্তি নিজেকে যোগাযোগমন্ত্রী পরিচয় দিয়ে তার প্রবাসী স্বামীকে খুন করার ভয় দেখিয়ে ৫৫ হাজার টাকা দাবি করে। তিনি প্রতারকচক্রের দেয়া আরও তিনটি নম্বরে বিকাশের মাধ্যমে সমুদয় টাকা পাঠিয়ে দেন। পরে বিষয়টি কলি তার আত্মীয়দের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। তিনি অজ্ঞাতনামা আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের দল প্রতারকদের শনাক্ত করে।
×