ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেশবপুরে কর্মসৃজন প্রকল্পে চলছে অনিয়ম

প্রকাশিত: ০৪:৫২, ১৮ এপ্রিল ২০১৬

কেশবপুরে কর্মসৃজন   প্রকল্পে চলছে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৭ এপ্রিল ॥ নানা অনিয়মের মধ্যে কেশবপুরে কর্মসৃজন প্রকল্পের কাজ চলছে। উপজেলার ৯টি ইউনিয়নে ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর আওতায় ৭৩টি প্রকল্পে ১৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার কাজ করা হচ্ছে বলে উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে। এই কাজগুলো দেখভাল করার অভাবে সুষ্ঠুভাবে না করে যেনতেনভাবে সরকারী টাকা লুটপাট করা হচ্ছে। সরেজমিন প্রতিটি প্রকল্পের কাজে নির্ধারিত শ্রমিকের সংখ্যা পাওয়া যায়নি। গত ২ এপ্রিল থেকে ৪০ দিনের এই প্রকল্পের কাজ শুরু হলেও সংশ্লিষ্ট কাজ তদারকির দায়িত্বে ট্যাগ অফিসারদের কেউ কোন দিন কাজ পরিদর্শনে যাননি বলে কর্মরত শ্রমিকরা জানিয়েছে। কাজও হচ্ছে ঢিমেতালে। কেশবপুর ইউনিয়নের আলতাপোল সন্তোষ নাথের বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত রাস্তায় মাটি উত্তোলনের কাজের ২০ শ্রমিকের মধ্যে পাওয়া যায় ১৮ জন। লেবার সরদার আমজাদ মোড়ল বলেন, প্রচুর গরমে শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারছে না। তিনি জানান, দায়িত্বে নিয়োজিত ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কোন দিনই কাজ দেখতে আসেননি। মঙ্গলকোট ইউনিয়নের সাজ্জাত মাস্টারের বাড়ি থেকে ইলিয়াস মোড়লের বাড়ি পর্যন্ত এখানে ১৯ জনের মধ্যে ১৫ শ্রমিক কাজ করছে।
×