ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৩শ’ কেজি পলিথিন ব্যাগ জব্ধ

প্রকাশিত: ০৪:৫১, ১৮ এপ্রিল ২০১৬

১৩শ’ কেজি পলিথিন ব্যাগ জব্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একটি নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ ২৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্ধ করেছে পরিবেশ অধিদফতর। রবিবার দুপুর দেড়টার দিকে নগরীর উত্তর পাহাড়তলী দুর্গম পাহাড়ী এলাকায় স্থাপিত ওই কারখানায় অভিযান চালান পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক আদাদুর রহমান মল্লিক। ৬ লাখ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর থেকে সোহেল ভূইয়া তুষার নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ভৈরবে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যবসায়ী তুষার জানান, তিনি রবিবার দুপুরে আখাউড়া থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে ব্যবসায়িক কাজে মাধবপুর যাওয়ার পথে মহাসড়কের চান্দুরা এলাকায় একটি মাইক্রোবাসযোগে কয়েক দুর্বৃত্ত ডিভি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চায়। এ সময় মোটরসাইকেলে অপর আরোহী মোরশেদকে সরিয়ে দিয়ে তুষারকে গাড়িতে তোলে নিয়ে যায়। এক পর্যায়ে তারা তাকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা ৬ লাখ টাকা নিয়ে ভৈরব এলাকায় ফেলে যায়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। তুষারের বাড়ি আখাউড়া উপজেলার আহম্মদবাদ গ্রামে। ফতুল্লায় ৩ লাখ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ থেকে জানান, ফতুল্লার পঞ্চবটি এলাকায় আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে। আলমগীর হোসেন রিক্সাযোগে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সোয়া ১১টায়। পুলিশ সূত্রে জানা গেছে, ডিজেল ব্যবসায়ী আলগমীর হোসেন ইসলামী ব্যাংক পঞ্চবটি শাখা থেকে ২ লাখ ৯০ টাকা তুলে রিক্সাযোগে ধর্মগঞ্জ খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। রিক্সাটি ডালডা মিলের সামনে পৌঁছলে একটি মোটরসাইকেলে ৩ ছিনতাইকারী তার বহনকৃত রিক্সার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ২৮ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার বিজিবি ১৭ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে ২৮ মিয়ানমার নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে। রবিবার সকালে ঘুমধুম বেতবুনিয়া বাজার ও তুমব্রু পশ্চিমকুল এলাকায় বিজিবি জওয়ানরা পৃথক এ অভিযান চালায়। বিজিবি ১৭ ব্যাটালিয়ন সূত্র জানায়, অবৈধ অনুপ্রবেশকারী ২৮ মিয়ানমার নাগরিককে খাবার ও চিকিৎসা সেবা প্রদান শেষে বিকেলে সে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। বাউফলে গাছ লুট নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ এপ্রিল ॥ কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে ১৮টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছেন স্থানীয় জলিল মাস্টার নামের এক ব্যক্তি। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে একই এলাকার আবদুর শাকুরের গাছগুলো কেটে নিয়ে যান। গাছগুলোর মূল্য প্রায় দুই লাখ টাকা। জানা গেছে, আবদুর শাকুর একই গ্রামের ইউনুস খানের কাছ থেকে দুই বছর আগে ৩০ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমির ওপর রেনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। রূপগঞ্জে সংঘর্ষে আহত ১২ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ এপ্রিল ॥ রূপগঞ্জে ওয়াজ মাহফিলে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে। শনিবার মধ্যে রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকায় ঘটে এ ঘটনা। মুন্সীগঞ্জে প্রবাসী পরিবার আতঙ্কে স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলায় ভরাকর গ্রামে প্রবাসীর পরিবারে সন্ত্রাসী হামলার দুই দিনেও কেউ গ্রেফতার হয়নি। তবে শনিবার পুলিশ মামলা নিয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দরজা ভেঙ্গে আকস্মিক হামলা হয় ঘুমন্ত পরিবারটির ওপর। বাসভবনটি কুপিয়ে ভাংচুর করে। ভয়ে টতস্থ পরিবারের শিশুসহ সকলকেই নির্মমভাবে আঘাত করে। লুট করে নিয়ে যায় মূল্যবান সামগ্রী। আহত মা আমেনা বেগম (৫০), কনে আইরিন আক্তার (২২) ও আইরিনের দু’কন্যা ছিমি আক্তার (১০) ও সিমরান আক্তারকে (৪) লৌহজং হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। শিশু হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলিতে শিশু আবতাহী আল রশীদকে অপহরণের পর হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সংগঠনগুলো। রবিবার বেলা ১১-১২টা পর্যন্ত হিলি স্থলবন্দরের চার মাথায় এই মানববন্ধনের আয়োজন করে হাকিমপুর পৌরসভা। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা এতে অংশগ্রহণ করেন। হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ, বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ও ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদের শিশুপুত্র আবতাহীকে প্রতিবেশী সামিউল অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে আবতাহীকে গলাটিপে হত্যা করা হয়। শিশু হত্যাকারী নূপুর জেলহাজতে স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া পৌর এলাকায় তিন বছরের শিশু হাফিজুল হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ঘাতক বিউটিশিয়ান নূপুর বেগমকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শিশু খাদ্য জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর হাটখোলা এলাকা থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশ্রিত শিশু খাদ্য জব্দসহ ব্যবসায়ীকে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী লুৎফুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এএসপি আসাদুজ্জামান জানান, শিশুদের জন্য তৈরি জুস, কেক ও চকোলেটে ব্যবহার বিষাক্ত ফ্লেবার, কালার, স্যাকারিনসহ বিভিন্ন প্রকারের ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত দ্রব্য বিক্রি করে আসছিল হাটখোলার ডেনমার্ক পারফিউমারি এ্যান্ড রেফ্রিজারেশন সেন্টার। এ খবর পেয়ে তারা শনিবার রাতে শিশু খাবারে ব্যবহারকৃত বিপুল পরিমাণ ফ্লেভার, কালার, স্যাকারিন, নামী-দামী প্রতিষ্ঠানের ভুয়া মোড়কসহ ৪১ প্রকারের শিশু খাদ্যসামগ্রী উদ্ধার করেন। একই সময় শিশু খাদ্যে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের দায়ে ডেনমার্ক পারফিউমারি এ্যান্ড রেফ্রিজারেশন সেন্টারের মালিক সিরাজুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট। শ্যালক-দুলাভাই গ্রেফতার বরিশালে ডাকাতি মামলার আসামি শ্যালক ও দুলাভাইকে গ্রেফতারের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি জেলার মেহেন্দিগঞ্জ পৌর এলাকার খরকী মহল্লার। শনিবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সহায়তায় খরকী মহল্লার দুলাল ঢালীর ঘরে অভিযান চালিয়ে ওই এলাকার শ্যালক বাপ্পী ও দুলাভাই পিন্টুকে গ্রেফতার করে। গত ৬ মার্চ নগরীতে সংঘটিত ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত এক ডাকাতের স্বীকারোক্তির ভিত্তিতে শ্যালক ও দুলাভাইকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগ কর্মীর রগ কর্তন বরিশালে প্রেমিকাকে উত্ত্যক্ত করার জের ধরে বিএম কলেজ শাখার ছাত্রলীগ কর্মী মানিকের হাত ও পায়ের রগ কর্তন করেছে প্রতিপক্ষ গ্রুপের সমর্থকরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের পেছনে। গুরুতর আহত মানিককে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কলেজের সংস্কৃত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, শনিবার রাতে প্রতিপক্ষ অপর ছাত্রলীগ কর্মী পিয়াল ও তার সমর্থকরা মানিকের হাত এবং পায়ের রগ কর্তন করে। শুক্রবার রাতে বিএম স্কুলের বৈশাখী মেলায় বসে পিয়ালের প্রেমিকাকে উত্ত্যক্ত করে মানিক ও তার সহযোগীরা।
×