ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁধ ভেঙ্গে পানির নিচে বোরো

প্রকাশিত: ০৪:৪৮, ১৮ এপ্রিল ২০১৬

বাঁধ ভেঙ্গে পানির নিচে বোরো

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৭ এপ্রিল ॥ দিরাই উপজেলার বরাম হাওড়ের বেড়িবাঁধ ভেঙ্গে ৫ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। শনিবার রাতে ওই বেড়িবাঁধ ভেঙ্গে ফসলহানির ঘটনা ঘটেছে। স্থানীয় কৃষকদের চেষ্টা ব্যর্থ হয়েছে। অপরদিকে নলুয়া, জাওয়া, খড়ছা, চন্দ্রসোনা তাল, শনি, মইয়া, দেখার হাওড়ের বেড়িবাঁধগুলো ঝুঁকির মধ্যে রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। কৃষকরা জানান, গত কয়েক দিনের অব্যাহত বর্ষণ ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হলে কৃষকদের মধ্যে হাহাকার দেখা দেয়। শনিবার রাতে বরাম হাওড়ের বেড়িবাঁধ ভেঙ্গে দিরাই উপজেলার ৫ হাজার হেক্টর ফসল তলিয়ে যায়। বছরের একমাত্র ফসল বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে পানিতে নিমজ্জিত কাঁচা ও আধাপাকা ধান কেটে ফেলছেন কৃষকরা। ফসলহানির ঝুঁকিতে জেলার প্রায় সকল হাওড়ের বোরো ফসল। ফসল রক্ষাবাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়ে আসছিল। তারপরও কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন কৃষকরা। জেলা কৃষি উন্নয়ন অধিদফতর সূত্র জানায়, এ পর্যন্ত বিভিন্ন হাওড়ের ৪০ হাজার হেক্টর বোরো ফসল পনির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে ১৫ হাজার হেক্টর বোরো ধান সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। গাইবান্ধায় হঠাৎ পানি বৃদ্ধি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, ব্রহ্মপুত্র-যমুনা নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধির ফলে ফুলছড়ি উপজেলার নিম্নাঞ্চলের ২০ হেক্টর জমির কালি বোরো ক্ষেত নদীর পানিতে তলিয়ে গেছে। ফলে কৃষকরা বাধ্য হয়েই আধা-পাকা ধান কাটতে শুরু করেছে। এতে কৃষকরা চরম বিপাকে পড়েছে। জানা গেছে, গত কয়েক দিনে ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে ঢল নামায় উপজেলার নদী তীরবর্তী কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকার প্রায় ২০ হেক্টর জমির কালি বোরো ধান তলিয়ে যায়। অনেকেই শ্রমিক না পেয়ে কাটতে পারছেন না ডুবে যাওয়া ধান। শ্রমিক অপরিপক্ত ধান কাটলেও লোকসান গুনতে হচ্ছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলায় ৭০টি চর এলাকা রয়েছে। নদীবেষ্টিত এসব চরাঞ্চলে চলতি বছর প্রায় ৩শ’ ৮০ হেক্টর জমিতে কালি বোরো ধানের চাষ করেছে কৃষকরা। কিন্তু এসব জমির ফসলের কোন নিশ্চয়তা নেই। আগাম বন্যা বা অতি বৃষ্টির ফলে যে কোন মুহূর্তে তলিয়ে যেতে পারে। সে কারণে এবার ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষকের ধান তলিয়ে গেছে।
×