ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০২১ সাল পর্যন্ত প্যাকেজ ভ্যাট চায় ঢাকা চেম্বার

প্রকাশিত: ০৪:২৭, ১৮ এপ্রিল ২০১৬

২০২১ সাল পর্যন্ত প্যাকেজ ভ্যাট চায় ঢাকা চেম্বার

২০২১ সাল পর্যন্ত প্যাকেজ ভ্যাট চায় ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। রবিবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় ডিসিসিআই নেতারা এ দাবি জানান। সংগঠনটির সভাপতি হোসেন এ খালেদ এক প্রস্তাবনায় বলেন, অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের ৩০ শতাংশের বেশি অবদান রাখে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত। তাই এমএসএমই ব্যবসায়ীদের কথা বিবেচনা করে ২০২১ সাল পর্যন্ত প্যাকেজ ভ্যাট রাখা জরুরী। এ ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ১৪ থেকে ১৫ হাজার, অন্যান্য সিটির জন্য ১০ থেকে বৃদ্ধি করে ১২ হাজার, পৌর এলাকায় ৭ হাজার ২০০ থেকে ৮ হাজার এবং দেশের অন্যান্য এলাকায় ৩ হাজার ৬০০ থেকে বৃদ্ধি করে ৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয় আলোচনায়। যদিও ২০১৬ সালের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর কথা রয়েছে, যা কার্যকর হলে কোন পর্যায়ে প্যাকেজ ভ্যাট থাকবে না। -অর্থনৈতিক রিপোর্টার
×