ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্চ মাসেও যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন কমেছে

প্রকাশিত: ০৪:২৬, ১৮ এপ্রিল ২০১৬

মার্চ মাসেও যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন কমেছে

মার্চ মাসেও যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন কমেছে। এ হার বেশি লক্ষ্য করা গেছে খনিজ ও গাড়ি উৎপাদন খাতে। মূলত বিদেশের বাজারে চাহিদা কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাইরের বাজারে দুর্বল চাহিদার কারণে আলোচ্য মাসে সার্বিকভাবে শিল্প উৎপাদন কমেছে, যা গত মাসের তুলনায় ০.৬ শতাংশ কম। আর মোটরযান ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদন কমেছে ১.৬ শতাংশ। তবে সামনে এর উৎপাদন বাড়বে বলে আভাস দেয়া হয়েছে। অর্থনীতিবিদ স্টিভ মুরফি বলছেন, এ খাতটি যেন মৃতপ্রায় অবস্থা থেকে জেগে উঠছে। ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের এক জরিপেও বলা হয়, মার্চে শিল্প উৎপাদন বেড়েছে। বিশেষজ্ঞরা এসব জরিপকে ভবিষ্যত উৎপাদনের আভাস হিসেবে দেখছেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেও যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন কমতির দিকে ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×