ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওপেকের বৈঠক নিয়ে ইরান সৌদির মধ্যে উত্তেজনা

প্রকাশিত: ০৪:২৫, ১৮ এপ্রিল ২০১৬

ওপেকের বৈঠক নিয়ে ইরান  সৌদির মধ্যে উত্তেজনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ তেলের বাজার চাঙ্গা করতে রবিবার কাতারের দোহায় জড়ো হয়েছে এর উৎপাদক দেশগুলো। তবে এ বৈঠকে একমাত্র ‘বাধা’ হিসেবে দাঁড়িয়েছে সদ্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা ইরান। দেশটি কোন প্রতিনিধি পাঠায়নি। এদিকে সৌদি আরব জানিয়েছে, বৈঠকে তেলের উৎপাদন সীমিত করতে যে চুক্তি হতে যাচ্ছে- ইরান ছাড়া সে চুক্তিতে সই করবে না সৌদি। সবমিলিয়ে শেষ মুহূর্তে এসে বৈঠকে বসা না বসা নিয়ে এ দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হচ্ছে, কাতারের দোহায় ১৫টি দেশ হাজির হয়েছে। এর মধ্য অধিকাংশ দেশই আন্তর্জাতিক তেল রফতানিকারক সংগঠন ওপেকের অন্তর্ভুক্ত। আর ওপেকের বাইরে আছে রাশিয়া। সৌদির নেতৃত্বে এ বৈঠক হচ্ছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেড়ে যাওয়ায় গত ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে পণ্যটির দাম কমতে থাকে। ওই সময় এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে ১১৭ ডলার। গত দেড় বছরে এই দর কমতে কমতে ২৬ ডলারে এসে ঠেকে। এরপরই নড়েচড়ে বসতে শুরু করে এর উৎপাদক দেশগুলো। তারই ধারাবাহিকতায় রবিবার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ বৈঠকে উৎপাদক দেশগুলো তেলের অতিরিক্ত সরবরাহ রোধ করতে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবরের আগ পর্যন্ত উৎপাদন জানুয়ারির পর্যায়ে সীমিত রাখতে চায়। গত শনিবার সৌদি আরবের তেলমন্ত্রী আল নাইমি দোহায় পৌঁছেছেন। তবে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানি এখনও তেহরানে অবস্থান করছেন। ইরান জানিয়েছে, বৈঠকে তাদের ওপেকের প্রতিনিধি উপস্থিত থাকবে। তবে জাঙ্গানি উপস্থিত থাকবে না। এমনকি তাদের প্রতিশ্রুতি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা এ ধরনের আলোচনায় কোন প্রতিনিধি পাঠাবে না।
×