ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেয়া কসমেটিকসের ইপিএস ৬১ পয়সা

প্রকাশিত: ০৪:২২, ১৮ এপ্রিল ২০১৬

কেয়া কসমেটিকসের ইপিএস ৬১ পয়সা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ২২ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত মাসের বেসিক ইপিএস এটি। তবে ডায়লুটেড করলে এটি হয় ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে এটি ১৮ পয়সা লোকসানে ছিল। প্রসঙ্গত, উচ্চ আদালতের অনুমতির ভিত্তিতে কেয়া কসমেটিকসের সঙ্গে বস্ত্র খাতের কেয়া নিটিং মিলস, কেয়া কটন মিলস ও কেয়া স্পিনিং মিলস একীভূত হয়। ফলে কোম্পানিটির শেয়ার সংখ্যা বেড়ে যায়। ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এই প্রতিবেদনটি কোম্পানির তৃতীয় প্রান্তিকের। এদিকে গত ৯ মাসে কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি লোকসান ছিল ২০ পয়সা। ডায়লোটেড করার পর এটি হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ লোকসান ছিল ১৬ পয়সা।
×