ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্টিক সাগরে মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ

প্রকাশিত: ০৪:২০, ১৮ এপ্রিল ২০১৬

বাল্টিক সাগরে মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ

মার্কিন বিমানবাহিনীর একটি গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে রাশিয়ার এসইউ-২৭ জঙ্গীবিমান। বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় ওড়ার সময় বৃহস্পতিবার এ বিমানের গতিরোধ করা হয়। বিমানটিকে অনিরাপদ ও অপেশাদারভাবে গতিরোধ করা হয়েছে বলে পেন্টাগন শনিবার অভিযোগ করেছে। পেন্টাগনের মুখপাত্র লরা সিল দাবি করেছেন, গোয়েন্দা বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল এবং কখনই এটি রুশ সীমায় ঢোকেনি। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আরসি-১৩৫ বিমানটির গতিরোধ করায় এর সব ক্রু মারাত্মকভাবে জখম হতে পারত। যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান কমান্ড জানায়, রাশিয়ান বিমানগুলো গত সপ্তাহে ইউএসএস ডোনাল্ড কুকের খুব কাছ দিয়ে ঘুরছে। মঙ্গলবার এ রকমই এক ঘটনা ঘটেছে, যাতে রাশিয়ান এসইউ-২৪ বিমান যুদ্ধজাহাজটির ৩০ ফিট (নয় মিটার) দূরে উড়ছিল। রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। -এএফপি।
×