ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:১৬, ১৮ এপ্রিল ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১৭. শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে কোন ধরনের ব্যবসায় সংগঠন? ক) অতি ক্ষুদ্র খ) ক্ষুদ্র গ) মাঝারি ঘ) বড় ১৮. কোন উৎস হতে কী পরিমাণে এবং কীভাবে তহবিল সংগ্রহ করা হবে অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে কেন? ক) সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য খ) অধিক তহবিল সংগ্রহের জন্য গ) প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির জন্য ঘ) কার্জ পরিধি বৃদ্ধির জন্য ১৯. কার দ্বারা গ্রাহক দেউলিয়া ঘোষিত হয়? ক) পাওনাদার খ) দেনাদার গ) বাংলাদেশ ব্যাংক ঘ) আদালত ২০. তহবিল সংগ্রহের ব্যবস্থাপনা ও বন্টনকে কী বলে? ক) অর্থায়ন খ) আবন্টন গ) মূলধন ঘ) মুনাফা ২১. ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি তৈরি হয়? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ২২. যেকোনা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বিভিন্ন তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়- র মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেয়ার পর রর সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর ররর মুনাফার একটা অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখার পর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ২৩. নগদ আন্ত:প্রবাহ যদি প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহি:প্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি- ক) লাভজনক খ) অলাভজনক গ) গতানুগতিক ঘ) অগ্রহণযোগ্য ২৪. ভবিষ্যৎ মূল্য=বর্তমান মূল্য (১ + সুদের হার )মেয়াদ সূত্রটি কোন পদ্ধতির অন্তর্গত? ক) বাৎসরিক চক্রবৃদ্ধি খ) বাৎসরিক বাট্টাকরণ গ) প্রক্রত সুদের হার ঘ) চক্রবৃদ্ধি হার সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (খ) ৪. (ঘ) ৫. (গ) ৬. (ক) ৭. (খ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (খ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ক) ২১. (ক) ২২. (ক) ২৩. (ক) ২৪. (ক)
×