ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:০১, ১৭ এপ্রিল ২০১৬

ক্যাম্পাস সংবাদ

বিইউপিতে বাংলা নববর্ষ উদ্যাপন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত ‘বাংলা নববর্ষ-১৪২৩’ বিইউপি প্লাজায় গত ১৪ এপ্রিল উদ্যাপিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে পহেলা বৈশাখের অতি প্রত্যুষে বাঙালীর ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের মজাদার খাবারের আয়োজন, প্রতিযোগিতা, খেলাধুলা, বৈশাখী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে বৈশাখী মেলার উদ্বোধন করেন। নববর্ষ উপলক্ষে ওই আয়োজনে বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও, রেজিস্ট্রার, চিফ ফাইন্যান্স অফিসার, সকল ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল বিভাগীয় প্রধান, কলেজ পরিদর্শক, ফ্যাকাল্টি মেম্বারসহ সকল শিক্ষার্থী ও কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়। ঢাবিতে চৈতালী উৎসব অনুষ্ঠিত ‘চৈতালী উৎসবে সাজাই প্রাচ্যের অক্সফোর্ড’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান। গত ৭ এপ্রিল সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগের কনফারেন্স হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম। ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের ইভনিং এমবিএ-এর রিক্রিয়েশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত কোর্সের শিক্ষক মিসেস নুসরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর অধ্যাপক ড. শাকের আহমেদসহ ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে আব্দুল্লাহ্ ইয়াসির, কফি ফ্রম ইস্ট থেকে সংগীতা, টনি খান কুলিনারী থেকে বিখ্যাত শেফ টনি খান, অপ্প থেকে সাদমান সাহেব, রাইড চয়েজ বিডি থেকে সানজিদা আক্তার খানম। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে উৎসবটি। দিনব্যাপী এ উৎসবে ঐতিহ্যবাহী পুতুল নাচ, বায়স্কোপ, হস্তশিল্প, মৃৎশিল্প, কুটিরশিল্প এবং দেশীয় খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল এশিয়ান পেইন্টস্। ক্যাম্পাস প্রতিবেদক
×