ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ রিজওয়ান

প্রকাশিত: ০৬:৪৫, ১৭ এপ্রিল ২০১৬

ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ রিজওয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) দল বরিশাল বুলসের মালিক রিজওয়ান বিন ফারুক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। এশিয়া কাপের ফাইনালে মারপিটের ঘটনা ঘটিয়ে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন এক্সিওম টেকনোলোজির স্বত্বাধিকারী রিজওয়ান। ক্রিকেট সংশ্লিষ্ট সবধরনের কর্মকা- থেকে রিজওয়ানকে শনিবার বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। ফলে ক্রিকেটের কোন কর্মকা-েই অংশ নিতে পারবেন না বরিশাল বুলসের এই কর্ণধার। এশিয়া কাপের ফাইনালেই লজ্জাজনক এক ঘটনা ঘটান রিজওয়ান। এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চের পাশে মারামারির কা- ঘটিয়েছিলেন রিজওয়ান। এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টসের মার্কেটিং প্রধান মঈনুল হক চৌধুরীর গায়ে হাত তোলেন তিনি। এ সময় পাশে থাকা বিসিবি’র কয়েকজন পরিচালক এসে তাকে শান্ত করেন। এরপর দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন বরিশাল বুলসের কর্ণধার। এ সময় পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও। তিনি ছাড়াও বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক ও বিসিবির অন্যান্য পরিচালকের দৃষ্টিগোচর হয় এ ঘটনাটি। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনায় বিসিবির ভাবমূর্তি ক্ষুণœœ হয়েছে বলেই তাকে আজীবনের এই নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। বিসিবির সহসভাপতি আজম নাসির ডিসিপ্লিনারি কমিটির সভা শেষে শনিবার জানিয়েছেন, ‘বোর্ডের ভাবমূর্তি ক্ষুণœœ হয়েছে। এজন্য আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। উনাকে ক্রীড়াঙ্গনে তথা স্টেডিয়াম পাড়ায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উনি কোনভাবেই ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারবেন না। ক্রিকেট সংশ্লিষ্ট কোন ক্লাবের সঙ্গে কোন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। সভায় অনেকে উপস্থিত ছিল। তাদের অনেকের বক্তব্য আমরা শুনেছি এবং এটা অপরাধমূলক কমকা- বলে মনে হয়েছে আমাদের কাছে।’ নিষেধাজ্ঞা কমল হিগুয়েইনের স্পোর্টস রিপোর্টার ॥ রেফারির সঙ্গে বাগ্বিত-ার দায়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেনন গঞ্জালো হিগুয়েইন। দুই সপ্তাহ আগে উদিনেসের মাঠে ৩-১ গোলে হারের রাতে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পরই ম্যাচ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেনন নেপোলির এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এর ফলেই তার ওপর কঠোর শাস্তি আরোপ করে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। তবে হিগুয়েইন ভক্তদের জন্য সুখবর হলো শাস্তির বিরুদ্ধে আবেদন করার প্রেক্ষিতে তার শাস্তি কমিয়ে চার থেকে তিন ম্যাচ করা হয়েছে। আর্জেন্টাইন তারকার অনুপস্থিতি নেপোলির লীগ শিরোপার স্বপ্নও অনেকটা ফিকে হয়ে যায়। তবে তার নিষেধাজ্ঞা এক ম্যাচ কমায় স্বস্তি ফিরেছে নেপোলি শিবিরে। কেননা ইতোমধ্যেই এক ম্যাচ খেলে ফেলেছে তারা। গত সপ্তাহে ভেরোনার বিপক্ষে সেই ম্যাচে ৩-০ গোলের বড় জয় পায় নেপোলি। শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটিও খেলে ফেলেছে তারা। এখন শুধু বোলোগনার বিপক্ষে ম্যাচেই হিগুয়েইনকে পাচ্ছে না নেপোলি। রোমার বিপক্ষে ম্যাচ দিয়েই খেলতে পারবেন চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা হিগুয়েইন।
×