ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কামরুলের প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৬:৪৫, ১৭ এপ্রিল ২০১৬

কামরুলের প্রতিশ্রুতি

স্পোর্টস রিপোর্টার ॥ দুইদিন আগে ফুটবল অঙ্গনে অপরিচিত ছিল যার নাম, তিনিই আজ এক লাখ টাকার বদৌলতে পরিচিত। কে এই কামরুল আশরাফ খান পোটন? তিনি নরসিংদী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি। শনিবার তিনি আলোচনায় আসেন বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করে? ফুটবলের চেহারা বদলে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন পোটন। শনিবার গুলশানে শেখ জামাল ধানম-ি ক্লাব সভাপতি মনজুর কাদেরের অফিসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে সকালে বাফুফে ভবন থেকে এক লাখ টাকার বিনিময়ে সভাপতি পদে মনোনয়নপত্র কেনার পর থেকেই ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় ওঠে, তা জানার আগ্রহ দেখান অনেকেই। এমন অবস্থা দেখে বিকেলে ডাকা হয় এক সংবাদ সম্মেলন। সেখানে পোটন জানান, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার উদ্যোগ নেবেন তিনি। তিনি আরও বলেন, ‘আমি সভাপতি নির্বাচন করছি ফুটবলকে ভালবেসে। যদি সভাপতি নির্বাচিত হই, তবে ফুটবলের জন্য আমি কি করব তা আপনারা ভাবতেও পারবেন না। ফুটবলকে অনেক ওপরে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে।’ তবে সবার সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি- ‘ফুটবল উন্নয়নে চাই সবার আন্তরিক প্রয়াস। সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে চলতে চাই আমি। আশা করছি এ ব্যাপারে সবার সমর্থন পাব। আমার প্যানেল এখনও চূড়ান্ত হয়নি, কাল (রবিবার) চূড়ান্ত হবে। আর তখনই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে।’ পোটন আরও বলেন, ‘কোন সন্দেহ নেই, অনেক বড় মাপের ফুটবলার হচ্ছেন কাজী মোঃ সালাউদ্দিন। তবে তিনি বাফুফের সভাপতি হিসেবে ব্যর্থ। আসলে আমাদের মতো ব্যবসায়ীদেরই ফুটবলের উন্নয়নে এগিয়ে আসা উচিত।’ উল্লেখ্য, পোটন এবারই নরসিংদী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ’র) সভাপতি হয়েছেন।
×