ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউনাইটেডের সুদিন ফেরাবেন মরিনহো!

প্রকাশিত: ০৬:৪১, ১৭ এপ্রিল ২০১৬

ইউনাইটেডের সুদিন ফেরাবেন মরিনহো!

স্পোর্টস রিপোর্টার ॥ স্যার এ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই দুঃসময়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লীগে শীর্ষ তিনে থেকে চলতি মৌসুমও শেষ করতে পারবে কি না তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। তবে লুইস ভ্যান গালের জায়গায় জোশে মরিনহোকে কোচ হিসেবে নিয়োগ দেয়া উচিত বলে মনে করেন সাবেক ব্ল্যাকবার্ন স্ট্রাইকার বেনি ম্যাকার্থি। ডাচ কোচ লুই ভ্যান গালের অধীনে চলতি মৌসুমে ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাবটি। এমতাবস্থায় জোশে মরিনহো দায়িত্ব নিলে রেড ডেভিলদের অবস্থার উন্নতি হতে পারে বলেও বিশ্বাস করেন এই সাবেক দক্ষিণ আফ্রিকান ফুটবলার। এ বিষয়ে এক সাক্ষাতকারে বেনি ম্যাকার্থি বলেন, ‘জোশে মরিনহোর মতো কৌশলী একজন কোচ ছিল বলেই ২০০৩-০৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে আমরা (পোর্তো) মোনাকোকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছিলাম। তাই আমি মনে করি ম্যানইউর বর্তমান ও ভবিষ্যত শিরোপা দৌড়ে এগিয়ে থাকতে চাইলে মরিনহোকে কোচ হিসেবে নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছাবে।’ স্যার এ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ইংলিশ জায়ান্ট ম্যানইউ আর কোন শিরোপার মুখ দেখেনি। তাই ম্যানইউর একনিষ্ঠ ভক্ত এই সাবেক দক্ষিণ আফ্রিকান ফুটবলার এটাও বিশ্বাস করেন যে, রেড ডেভিলদের হারানো দিন ফিরিয়ে আনতে চাইলে এই মুহূর্তে মরিনহো ব্যতীত আর কেউই নেই। সাবেক রিয়াল মাদ্রিদের কোচ মরিনহোও ইংলিশ প্রিপিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে আগ্রহী। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জাতীয় ফুটবল দলের কোচের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। গত বছরের শেষ মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির ভরাডুবির খেসারত হিসেবে চাকরি হারাতে হয়েছে মরিনহোকে। ঐ সময় থেকে এখনও কোন ক্লাবের সাথে যুক্ত হননি স্পেশাল ওয়ান। তখন থেকেই মূলত এই পর্তুগীজের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগাযোগের গুজব বিশ্ব ফুটবলে ছড়িয়ে পড়ে। এক সাক্ষাতকারে মরিনহো বলেন, ‘এখনও কোন ক্লাবের সাথে আমার চুক্তি হয়নি। কিন্তু আশা করছি আগামী গ্রীষ্মেই আমি আবারও ফিরে আসব।’ তবে গত দুই মৌসুমের চেয়ে ভ্যান গালের অধীনে এবার ইউনাইটেডের অবস্থান কিছুটা ভাল। যে কারণে ডাচম্যানের স্থানে মরিনহোকে নেয়ার বিষয়টি নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। যদিও গণমাধ্যমের দাবি ইউনাইটেডের সাথে মরিনহোর আলোচনা বেশ এগিয়ে গেছে। ভ্যান গালের সঙ্গে মরিনহোর সম্পর্ক বেশ ভাল। একে অপরের ভাল বন্ধু তারা। এ বিষয়ে মরিনহো বলেছেন, ‘ভ্যান গাল আমার বন্ধু, আমরা বেশ কয়েক বছর একসাথে কাজ করেছি। আমি সবসময়ই কাজের মধ্যেই থাকি। কিন্তু এই মুহূর্তে কোন ক্লাবের সাথে আমার চুক্তি হয়নি। তবে ইংল্যান্ডে থেকে যাবার ইচ্ছা রয়েছে। আমি এই দেশ, এখানকার ফুটবলকে ভালবাসি। আমার পরিবারও এখানে থাকতে পেরে দারুণ খুশি।’ ইংল্যান্ডে থাকার প্রবল ইচ্ছের কারণেই সিরিয়ার কোচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক এই কোচ বলেছেন, ‘অত্যন্ত বিনয়ের সাথে আমি তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি।’
×