ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খরার কারণে ফাইনালের ভেন্যু পরিবর্তন

জয়ের খোঁজে প্রীতি জিনতার পাঞ্জাব

প্রকাশিত: ০৬:৪১, ১৭ এপ্রিল ২০১৬

জয়ের খোঁজে প্রীতি জিনতার পাঞ্জাব

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। টি২০ সেখানে আরও বেশি অনিশ্চয়তাময়। ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল জনসন, কাইল এ্যাবট, অক্ষয় প্যাটেল, মার্কাস স্টয়নিস, মুরলি বিজয়ের মতো ডাকাবুকো ক্রিকেটার নিয়েও যে পাত্তা পাচ্ছে না কিংস ইলেভেন পাঞ্জাব। বলিউড সুন্দরী প্রীতি জিনতার মালিকানাধীন দলটি এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে গুজরাট লায়ন্স ও দিল্লী ডেয়ারডেভিলসের কাছে হেরেছে বড় ব্যবধানে। প্রথম জয়ের খোঁজে মিলার বাহিনীর প্রতিপক্ষ আজ মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস। দিনের অপর ম্যাচে মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও জহির খানের দিল্লী । মোহালির প্রথম ম্যাচে নতুন দল গুজরাটের কাছে ৫ উইকেটে ও দিল্লীতে স্বাগতিক দিল্লীর কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে পাঞ্জাব। অন্যদিকে আরেক নবাগত দল পুনে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাইকে উড়িয়ে দিয়ে (৯ উইকেটের জয়) যাত্রা শুরু করে। যদিও রাজকোটে গুজরাটের কাছে ৭ উইকেটে হেরে বসে ধোনির দল! ফ্রাঞ্চাইজিটিতে আছেন ফ্যাফ ডুপ্লেসিস, কেভিন পিটারসেন, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মার মতো দুর্ধর্ষ ক্রিকেটার। সুতরাং পাঞ্জাবের পক্ষে প্রথম জয় দেখাটা সহজ হবে না। অপর ম্যাচে বেঙ্গালুরু এগিয়ে থাকবে। ২২৭ রানের পাহাড় গড়ে যারা প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরবাদকে হারিয়েছে ৪৫ রানে। কোহলির দলে আছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, এ্যাডাম মিলনের মতো ধুন্ধুমার তারকা। বিপরীতে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটের বড় হার দিয়ে শুরু করলেও পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে (৮ উইকেটের জয়) ঘুরে দাঁড়ায় জহিরের দিল্লী। দলটিতে আছেন কুইন্টন ডি’কক, জেপি ডুমিনি, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস মরিস, অমিত মিশ্রর মতো পারফর্মার। ওদিকে মহারাষ্ট্রে চলমান প্রচ- খরার কারণে আইপিএলের ফাইনালের ভেন্যু মুম্বাইর ওয়াংখেড়ে থেকে বেঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে সরিয়ে নেয়া হয়েছে, যেটি ২৯ মে অনুষ্ঠিত হবে। মহারাষ্ট্রে চলছে স্মরণকালের ভয়াবহ খরা। এ প্রেক্ষাপটে মুম্বাই হাইকোর্ট নির্দেশনা, ‘৩০ এপ্রিলের পর থেকে আইপিএলের কোন ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে পারবে না।’ এছাড়া নকআউট পর্বের দুটি ম্যাচ (এলিমিনেটর ও কোয়ালিফায়ার-২) পুনে থেকে সরিয়ে কলকাতায় আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। শুক্রবার দিল্লীতে আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই্) সচিব অনুরাগ ঠাকুর, মহারাষ্ট্রের দুই ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ও পুনে প্রতিনিধিদের উপস্থিতিতে গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্লা বলেন, ‘২৯ এপ্রিল বিশাখাপত্তমে গিয়ে খেলাটা কঠিন হয়ে যাবে, তাই ১ মে পুনে-মুম্বাই ম্যাচ আমরা পুনেতেই রেখে দেয়ার আবেদন করেছি।’ তিনি আরও যোগ করেন, ‘মুম্বাইয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা শেষে আমরা তাদের চারটি বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছি। এগুলো হচ্ছে, জয়পুর, রায়পুর, বিশাখাপত্তম ও কানপুর। ১৭ এপ্রিল বিকেলের মধ্যে তাদের এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। তবে পুনে ইতোমধ্যে পরিবর্তনের বিষয়টা (বিশাখাপত্তম) মেনে নিয়েছে।’
×