ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্পেনের সব ক্লাবই শক্তিশালী ॥ গার্ডিওলা

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ এপ্রিল ২০১৬

স্পেনের সব ক্লাবই শক্তিশালী ॥ গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ এবারই শেষ সুযোগ! এরপর নতুন আঙ্গিকে, নতুন চ্যালেঞ্জে নামতে হবে। স্পেন থেকে শুরু করেছিলেন, এখন আছেন জার্মানিতে এবং চলতি মৌসুম শেষে পাড়ি দেবেন ইংল্যান্ডে। এ তিনটি দেশের ফুটবল খেলার কৌশল এবং স্টাইল আলাদা আলাদা। তবে ইতোমধ্যেই স্পেন ও জার্মানিতে সফল হয়েছেন কোচ পেপ গার্ডিওলা। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার হয়ে যে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন সেটার ষোলোআনাই অবশ্য পাননি বেয়ার্ন মিউনিখের হয়ে। ইউরোপ সেরা করাতে পারেননি বাভারিয়ানদের। এবার নিয়ে এই তিন বছরের দায়িত্বে বেয়ার্নকে প্রতিবারই সেমিফাইনাল পর্যন্ত তুলেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগে। সে কারণে শেষ সুযোগ এবার গার্ডিওলার দলকে শিরোপা জেতানোর। সেমির লড়াইয়ে অবশ্য এড়াতে পেরেছেন তার ভবিষ্যত চাকরিদাতা ক্লাব ম্যানচেস্টার সিটিকে। ম্যানসিটি খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ও বেয়ার্ন খেলবে এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। কিন্তু স্প্যানিশ ক্লাবগুলোকে কঠিণতম প্রতিপক্ষ মনে করেন গার্ডিওলা। চলতি মৌসুম শেষের পথে। আর শেষ হওয়া মাত্রই জার্মানিতে তিন বছর থাকার সমাপ্তি ঘটবে গার্ডিওলার। তিনি যাবেন ইংল্যান্ডে ম্যানসিটির কোচ হিসেবে। নতুন ধারার ফুটবল নিয়ে শুরু হবে পরবর্তী মৌসুম থেকে লড়াই। কারণ স্পেন-জার্মানি এবং ইংল্যান্ডের ক্লাব ফুটবল সম্পূর্ণই আলাদা মেজাজ ও প্রকৃতির। কিন্তু সেসব নিয়ে চিন্তা নেই তার। আপাতত দলকে ইউরোপ সেরা করার মিশন। সেটাই একমাত্র ধ্যান-জ্ঞান। কারণ পরবর্তী বছর বাভারিয়ানদের সঙ্গে থাকছেন না। সেমিতে প্রতিপক্ষ হিসেবে ম্যানসিটিকে পেয়ে গেলে অন্যরকম এক অভিজ্ঞতা হতো তার জন্য। ভবিষ্যতে যাদের সাফল্যের জন্য পরিকল্পনা করবেন তাদেরই হারিয়ে দেয়ার জন্য কৌশল সাজানো লাগতো। তবে এ্যাটলেটিকোকে পেয়েছেন সেটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গার্ডিওলা। এ বিষয়ে তিনি বলেন, ‘স্প্যানিশ দলগুলো সবসময়ই চ্যাম্পিয়ন্স লীগে শক্তিশালী। আর গত কয়েক বছর ধরেই দেখছি এ্যাটলেটিকো কতখানি শক্তিশালী স্প্যানিশ লীগে। কোচ ডিয়েগো সিমিওনের অধীনে তারা মানসিকভাবে অনেকটাই ভাল অবস্থানে আছে। সিমিওন বিশ্বের সেরা কোচদের মধ্যে অন্যতম এবং তার দলটাও ইউরোপের অন্যতম সেরা দলগুলোর একটি। তিনি সামনে এগিয়ে যাওয়ার জন্য পেয়েছেন টোরেস ও গ্রিজম্যানের মতো ভাল খেলোয়াড়দের।’ গার্ডিওলার কথায় বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ এ্যাটলেটিকো বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সিলোনাকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছে। দলের অন্যতম স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কিও মনে করছেন এ্যাটলেটিকোকে নিয়ে বেয়ার্নকে অবশ্যই চরম সতর্ক এবং দুঃশ্চিন্তায় থাকতে হবে। এখন এ লড়াইটি নিয়ে ভাবলেও ভবিষ্যতের জন্য বেশ বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে গার্ডিওলার। কারণ ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে উঠে এসেছে ম্যানসিটি। কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি যদি তাদের আরেক ধাপ এগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আগামী মৌসুমে গার্ডিওলার জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করবে। কারণ বিশ্বের অন্যতম সেরা কোচদের মধ্যে শীর্ষস্থানীয় তিনি। সে কারণে সাফল্য ধরে রাখার মিশনে নামতে হবে গার্ডিওলাকে। ম্যানসিটিকে অবশ্য বেশ অগ্নিপরীক্ষা দিতে হবে সেমিতে। কারণ প্রতিপক্ষ ফর্মের তুঙ্গে থাকা রিয়াল মাদ্রিদ। সে কারণে পেলেগ্রিনির জন্য সহজ হবে না সফল হওয়াটা।
×