ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অক্সিজেনের মাত্রা জানাবে ত্বক!

প্রকাশিত: ০৬:১১, ১৭ এপ্রিল ২০১৬

অক্সিজেনের মাত্রা জানাবে ত্বক!

আপনার শরীরে অক্সিজেনের মাত্রা বলে দেবে চামড়া। হ্যাঁ, জাপানের বিজ্ঞানীরা এমন এক ধরনের অতি পাতলা সংক্রিয় ত্বক আবিষ্কার করেছেন যা আপনার শরীরের কোন অঙ্গের সঙ্গে সেটে দিলে এটি কাজ করা শুরু করবে। অস্ত্রোপচারের সময় আপনার শরীরের কোন অঙ্গের রক্তে ঠিক কতটুকু অক্সিজেনের উপস্থিতি রয়েছে তা বলে দেবে। এই ডিভাইসে কিছু অতিসূক্ষ্ম উপাদান রয়েছে যা শরীরের উপরিভাগে সেটে দিলে এর লাল, নীল ও সবুজ বাতিগুলো জ্বলে উঠবে। টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই চামড়া মানুষের শরীরে লাগানোর পর ভাল ফল পেয়েছেন। এই সংক্রিয় ত্বকের মনিটরে রোগীর শরীরের অক্সিজেনের মাত্রা প্রদর্শিত হয়েছে। সম্প্রতি সায়েন্স এ্যাডভান্টেজ জার্নালে এ সংক্রান্ত একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা দলের প্রধান তোমোইউকি ইয়োকোতা বলেছেন, এই সংক্রিয় ত্বক মানুষের আঙ্গুলের সঙ্গে লাগানোর পর এটি নিখুঁতভাবে কাজ করেছে। আঙ্গুলের রক্তে অক্সিজেনের ওই সময়ের উপস্থিতির পরিমাণ সঠিকভাবে জানাতে পেরেছে। তিনি বলেন, আমাদের আবিষ্কৃত এই নরম ত্বক সহজেই শরীরে আটকানো যায়। শরীরের কোন অঙ্গে এটি পড়লে অস্ত্রোপচারের আগে ও পরে শরীরের রক্তে অক্সিজেনের উপস্থিতি জানাতে পারে। বিবিসি সায়েন্স অবলম্বনে।
×