ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গবর্নরের মানিব্যাগ বলে কথা

প্রকাশিত: ০৬:১০, ১৭ এপ্রিল ২০১৬

গবর্নরের মানিব্যাগ বলে কথা

মার্কিন গবর্নরের মানিব্যাগ বলে কথা। দেশটির আলবামা অঙ্গরাজ্যের গবর্নর বরার্ট বেন্টলি তার মানিব্যাগ ফেলে আসলে এটি আনতে পুলিশের হেলিকপ্টার ব্যবহার নিয়ে দেশটিতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কারণ এই মানিব্যাগ ফেরত আনতে খরচ হয়েছিল চার হাজার ডলার। এর পুরো টাকাটাই দিতে হয়েছে করদাতাদের। খবরে বলা হয়েছে, ২০১৪ সালের শেষ দিকে বেন্টলি তার সাগরপাড়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাজ্যের তুসকালুসা শহর ছেড়ে যান। পাঁচ ঘণ্টার গাড়িভ্রমণ শেষে ওই বাড়িতে পৌঁছে তিনি টের পান নিজের মানিব্যাগটি তিনি ফেলে এসেছেন। তখন নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনকে মানিব্যাগটি নিয়ে আনতে বলেন তিনি। ফ্লাইট লগে দেখা যায়, মানিব্যাগটি ফিরিয়ে আনতে তখন রাজ্য পুলিশের একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। বর্তমানে যৌন-কেলেঙ্কারির জন্য পদত্যাগের দাবির মুখে থাকা বেন্টলি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, তিনি হেলিকপ্টার ব্যবহার করে তার মানিব্যাগ আনতে বলেননি। তিনি বলেন, আমি আমার মানিব্যাগ এনে দেয়ার অনুরোধ করেছিলাম। তারা তা এনে দিয়েছে। কীভাবে তারা তা এনেছে আমি জানি না। হেলিকপ্টার দিয়ে আনার অনুরোধ তো আমি করিনি। তিনি আরও বলেন, একজন গবর্নর হিসেবে আমার নিরাপত্তার জন্যই মানিব্যাগটি ফিরিয়ে আনার দরকার ছিল। আর আমার টাকার দরকার ছিল। খাওয়ার জন্য আমাকে কিছু কিনতে হয়। পরিচয়পত্রও সঙ্গে থাকা দরকার। এ বিষয়ে আলবামার আইন প্রয়োগকারী সংস্থার প্রধানরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। একজন বলেছেন, গবর্নরের সাবেক দেহরক্ষী তাকে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। অন্যজন বলেছেন, তাকে কখনই ওই মানিব্যাগের কথা জানানো হয়নি এবং তিনি হেলিকপ্টারের ব্যবহার অনুমোদন করেন না। আলবামার রাষ্ট্রীয় প্রতিনিধি এড হেনরি বলেছেন, বেন্টলি আলবামার জনগণের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি যদি সত্যিই জনগণকে ভালবাসেন তবে তাকে এখনই ক্ষমতা ছেড়ে দেয়া উচিত। মঙ্গলবার রাজ্যটির আইনপ্রণেতারা বেন্টলির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ঘটনার জন্য তাকে অভিশংসনের প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে হেলিকপ্টার ব্যবহারের এই খবর প্রকাশ তাকে আরও অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হচ্ছে। -বিবিসি ও এনবিসি অবলম্বনে।
×