ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় এসএমই বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৬:০৭, ১৭ এপ্রিল ২০১৬

খুলনায় এসএমই বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়ন, পণ্য উৎপাদন ও বিপণন কৌশল’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০১৬ উপলক্ষে এসএমই ফাউন্ডেশন, খুলনা জেলা প্রশাসন, বিসিক, খুলনা চেম্বার, নাসিব এবং বাংলাদেশ ব্যাংক, খুলনা শাখার ব্যবস্থাপনায় এ সেমিনার আয়োজন করা হয়। এতে সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এসএমই উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম মনির-উজ-জামান। আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার এসএমই বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র বৈরাগী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট এ্যান্ড বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর মেহেদী হাসান হেফজুর রহমান। ভারতে কৃষকদের জন্য অনলাইন মার্কেট দেশের কৃষি খাত উন্নয়নে কৃষকদের জন্য অনলাইন মার্কেটের উদ্বোধন করা হয়েছে ভারতে। ৮টি প্রদেশের ২১টি পাইকারি বাজারকে একত্রিত করে একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করা হয়েছে, যেটি ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট হিসেবে পরিচিত। এই ই-প্লাটফর্মের মধ্য দিয়ে কৃষকরা ক্রেতা কিংবা ব্যবসায়ীদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবেন। গত বৃহস্পতিবার নয়াদিল্লীতে এ অনলাইন মার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিক পর্যায়ে এ অনলাইন মার্কেটে পেঁয়াজ, আলু, আপেল, গম, ডাল এবং তুলা বিক্রি হবে। -অর্থনৈতিক রিপোর্টার আমরা নেটওয়ার্কস’র আইপিও রোড শো সম্প্রতি ঢাকার লেকশোর হোটেলে একটি ‘রোড শো’-এর আয়োজন করে আমরা নেটওয়ার্কস লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে ইনিসিয়াল পাবলিক অফারিং (আইপিও)-এর মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য এই অনুষ্ঠানটি আয়োজিত হয় যা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদিত। লংকা-বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ইস্যু ম্যানেজার ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এ-বিষয়ে নিয়ামক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। -বিজ্ঞপ্তি
×