ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৫ ও ২৬ এপ্রিল চতুর্থ ডেনিম এক্সপো

প্রকাশিত: ০৬:০৬, ১৭ এপ্রিল ২০১৬

২৫ ও ২৬ এপ্রিল চতুর্থ ডেনিম এক্সপো

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রযুক্তি ও পণ্য প্রদর্শনীর উদ্দেশ্যে আগামী ২৫ ও ২৬ এপ্রিল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডেনিম এক্সপোর চতুর্থ আসর। আয়োজকরা জানান, এবারের আয়োজনে বাংলাদেশ, ব্রাজিল, চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, পাকিস্তান, সিঙ্গাপুর, স্পেন, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনামের মোট ৪৯টি প্রতিষ্ঠানের অংশ নেয়ার কথা রয়েছে। ডেনিম এক্সপোর প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন জানান, ডেনিম পণ্যের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে দেশী-বিদেশী ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে দুই বছর ধরে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ১৩টি দেশের ডেনিম ফেব্রিক্স প্রস্তুতকারক, গার্মেন্ট কারখানা ও বিপণন কেন্দ্রের প্রতিনিধিরা এ মেলায় অংশ নেন। এবারের প্রদর্শনীর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ববাজারে বাংলাদেশের ডেনিম পণ্যকে আরও পরিচিত করতে এই মেলা ভূমিকা রাখবে বলে মনে করছেন ডেনিম এক্সপার্টের কর্ণধার মোস্তাফিজ উদ্দিন। তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে এ ধরনের প্রদর্শনী বেশ কার্যকর। এছাড়া এ ধরনের আয়োজন করে আমরা ধারাবাহিক সাফল্যও পাচ্ছি। প্রথম দিন বেলা ১১টায় উদ্বোধনের পর সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবারের আয়োজনে তিনটি সেমিনার হবে।
×