ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সরাইপাড়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান এ্যানিকে (১৯) অপহরণ করা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে শনিবার সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন শিক্ষার্থীর পিতা এনামুল হক। তিনি জানান, অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অন্যথায় পরিবারের অন্য সদস্যদের খুন করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় হালিশহর থানায় গত ২০ মার্চ জিডি এবং ২৯ মার্চ চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৬ মার্চ সকাল সাড়ে নয়টায় এইচএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান এ্যানি পরীক্ষার প্রবেশপত্র আনার জন্য সরাইপাড়ায় সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজে যাওয়ার পথে অপহরণের শিকার হন। ঢাকার মিরপুর এলাকার মৃত আবদুর ওহাবের ছেলে আবদুর বশির রাহাতসহ ৫-৬ জনের একটি দল মাইক্রোবাসযোগে মেয়েটিকে তুলে নিয়ে যায়। এর পর গত ১৯ মার্চ রাত সোয়া নয়টার দিকে একটি মোবাইল থেকে মেয়েকে উদ্ধারের জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি এসএমএস পাঠানো হয়। এ এসএমএসে লেখা রয়েছে, ‘তোর মেয়ে আমার কাছে। সাতদিনের মধ্যে যদি ২০ লাখ টাকা না দিস, তাহলে তোর মেয়ের ভিডিও সিডি অথবা লাশ পাবি। কোথায় দিবি তোকে ঠিকানাটা দেব। চালাকি করলে খুব পস্তাবি।’ গত ২০ মার্চ এ বিষয়ে হালিশহর থানায় একটি জিডি করা হয়। এ ঘটনায় পুলিশ সম্প্রতি আসামির মাকে গ্রেফতার করে। আসামির বাসা থেকে পরিত্যক্ত ১০-১২টি মোবাইল সিম উদ্ধার করে। তবে ওই এলাকার শফিউল্লাহ নামে এক ব্যক্তি ইসরাত জাহানকে কয়েক দিনের মধ্যে বাসায় ফেরত দেবে বলে জানায়। এদিকে, গত ২৯ মার্চ চট্টগ্রামের আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী রাহাত ও তার মা রতœার নামেও মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসরাত জাহানের পিতা এনামুল হক প্রশাসনের সহযোগিতা কামনা করে মেয়েকে ফেরত পাওয়ার আর্জি জানান। নগরীর হালিশহরের পানির কল এলাকার ‘আনোয়ারা মঞ্জিলে’ এনামুল হক পরিবার নিয়ে বসবাস করেন। আসামিরা অপহৃতার ছোট বোন শান্তা ও ভাই সোহাগকে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন এনামুল হক।
×