ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বন্ধুর হাতে বন্ধু খুন, খাল থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫২, ১৭ এপ্রিল ২০১৬

রাজধানীতে বন্ধুর হাতে বন্ধু খুন, খাল থেকে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে বন্ধুর হাতে এক বন্ধু খুন হয়েছে। আদাবরে খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীতে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর মোহাম্মদপুরে বন্ধুর ছুরিকাঘাতে মোঃ আকিব (১৭) নামে এক তরুণ খুন হয়েছে। নিহতের বাবার জামাল উদ্দিন ভূঁইয়া। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। মোহাম্মদপুরের বটতলা এলাকায় সপরিবারে থাকতেন তারা। নিহতের বাবা জামাল উদ্দিন জানান, মোহাম্মদপুর কুলপাড় এলাকায় একটি ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ছেলে আকিব তার ইলেক্ট্রনিক্স দোকানের ভেতরে তার বন্ধু রুবেলকে ডেকে নিয়ে যায়। পাশের একটি খালি জায়গায় আকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার বন্ধু রুবেল। পরে সেখান থেকে তাকে রাতে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আকিবের মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খুনের নায়ক নিহত আকিবের বন্ধু রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে। খালে শিশুর লাশ ॥ রাজধানীর আদাবর এলাকায় একটি খাল থেকে মোঃ রনি (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের রনির বাবার নাম মোঃ মোস্তফা বেপারি। গ্রামের বাড়ি শরীয়াতপুর জেলার গোসাইরহাট এলাকায়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, শিশু রনি তার বাবা-মার সঙ্গে আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটি ১০ নম্বর রোডে একটি বাড়িতে বসবাস করেন। আদাবর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিশু রনি নিখোঁজ ছিল। পরে তার বাড়ির পার্শ¦বর্তী রামচন্দ্রপুর খালে রনির লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশ দেয় স্থানীয়রা খবর দেয়। রাত ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোঃ সোহেল (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে। নিহতের সহকর্মী বারেক জানান, মোহাম্মদপুরের তাজমহল রোডে ইনডেক্স ডেভেলপার কোম্পানির একটি নির্মাণাধীন ভবনে সোহেল রাজমিস্ত্রীর কাজ করছিলেন। শনিবার সকাল ১১টার দিকে ওই নির্মাণাধীন নয়তলা ভবনের দোতলায় কাজ করার একপর্যায়ে প্রচ- গরমে সোহেল মাথা ঘুরে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থা অবনতি হলে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যা ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে রতন মিয়া (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার বেলা ১২টার দিকে ধলপুর লিচুবাগান গলির একটি বাড়ি থেকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার স্ত্রী বিলকিস বেগম। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×