ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২১ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে ॥ মুহিত

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ এপ্রিল ২০১৬

২১ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। ২০৩০ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার নেমে আসবে ১০ ভাগের নিচে। অর্থাৎ এই ১০ ভাগ হলো প্রতিবন্ধী, বৃদ্ধ ও বিধবা। বিশ্ববাসী মনে করছে, ২০৩০ সালে দারিদ্র্যের হার কমে যাবে। আর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে ও দারিদ্র্য হ্রাস পাবে। অর্থমন্ত্রী শনিবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক প্রদানকৃত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাধীনতা পদক পাওয়ায় নগরীর রিকাবিবাজারের নজরুল অডিটরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অর্থমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৫৬-৫৮ সালের মধ্যে আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা পায়। বঙ্গবন্ধু গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সংগঠিত করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়। স্বাধীনতার পর যখন দেশ গঠন শুরু হয়েছে, ঠিক সেই সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে কিছু কুলাঙ্গার গোষ্ঠী বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব সদস্যকে হত্যা করে। তিনি বলেন, ১৬ বছর চেষ্টার পর সেই ভূতটাকে ঘাড় থেকে নামায় জনগণ। গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। শেখ হাসিনার নেতৃত্বে মানুষের ভোটের অধিকার, নির্বাচনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থির করে তোলা হয়েছিল। বর্তমানে জ্বালাও-পোড়াও আর নেই। জ্বালাও-পোড়াওকে আমরা বিদায় করেছি। খালেদা জিয়া জ্বালাও-পোড়াও বন্ধ করে দিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে বর্তমানে ৩ কোটি লোক এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আমরা দারিদ্র্যকেও বিদায় করব।
×