ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তুরস্কে যাচ্ছে শিশু একাডেমির সদস্যরা

প্রকাশিত: ০৩:৪৯, ১৭ এপ্রিল ২০১৬

তুরস্কে যাচ্ছে শিশু একাডেমির সদস্যরা

স্টাফ রিপোর্টার ॥ তুরস্কের আনতালায়া সিটিতে অনুষ্ঠিতব্য ৩৮তম আন্তর্জাতিক শিশু উৎসবে যোগ দিচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির সাংস্কৃতিক দল। একাডেমির পরিচালক মোশাররফ হোসেন জানান, এ উৎসবে যোগ দিতে একাডেমির দশ সদস্য বিশিষ্ট একটি শিশু সাংস্কৃতিক দল আজ রবিবার ভোর সোয়া ৬টায় বিমানযোগে তুরস্কের আনতালায়ার উদ্দেশ ঢাকা ত্যাগ করবে। সাংস্কৃতিক দলে রয়েছে রামিছা বিনতে সাহেদ, জাফরিনা তাবাস্সুম, রাজিয়া সুলতানা, মৈত্রী চৌধুরী, মোহনা মেহজাবিন, রাহনুমা রাতুল সহসা, সিফাত ইসলাম, আভিয়াজ খান রাফি, একাডেমির প্রশাসনিক কর্মকর্তা মোসাম্মৎ নাসরীন আকতার এবং দলনেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। পরিচালক আরও জানান, উৎসবে অংশগ্রহণ শেষে আগামী ৩ মে শিশু প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে ফিরবে।
×