ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসপাতালে দিলীপ কুমার

প্রকাশিত: ০৩:৪৬, ১৭ এপ্রিল ২০১৬

হাসপাতালে দিলীপ কুমার

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমারকে অসুস্থতার জন্য শুক্রবার রাত পৌনে ৩টার দিকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে শ্বাসকষ্টসহ বুকে ব্যথা অনুভব করছিলেন। এরপরই ৯৩ বছরের দিলীপ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে আইসিউতে ভর্তি করা না হলেও কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, দিলীপ কুমারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সাধারণ কেবিনেই তাকে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজনে মেডিক্যাল বোর্ডও তৈরি করা হতে পারে। দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছেন ৯৩ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেতা। এদিকে দিলীপ কুমারের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু উদয় তারা নায়ার জানান, দিলীপ কুমার জ্বরে ভুগছেন। কয়েকবার বমিও হয়েছে। এছাড়া নিউমোনিয়া তো আছেই। হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার বলেছেন, দিলীপ কুমারজি শ্বাসকষ্টে ভুগছেন। এ কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাকে আইসিইউতে রাখা হয়নি। চিকিৎসকরা তার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। প্রসঙ্গত, দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালী পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে। দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে এ্যাওয়ার্ড।
×