ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভূমিকম্পে জাপানের পুঁজিবাজারে ধাক্কা

প্রকাশিত: ০৩:৪৫, ১৭ এপ্রিল ২০১৬

ভূমিকম্পে জাপানের পুঁজিবাজারে ধাক্কা

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত কিছুদিন ধরে ভালই কাটছিল জাপানের পুঁজিবাজার। হঠাৎ ভূমিকম্পে কিছুটা ধাক্কা খেল এশিয়ার অন্যতম প্রধান এ বাজার। গত বৃহস্পতিবার দুই দফা ভূমিকম্পে দেশটিতে নিহত হয় ৯ জন। এছাড়া আহত হয় এক হাজার জনেরও বেশি মানুষ। এরপর অবশ্য শুক্রবার দেশটিতে দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রয়টার্স জানিয়েছে, টানা উঠছিল সূচক। এর মধ্য গত বৃহস্পতিবারই সবচেয়ে বেশি সূচকের উর্ধগতি দেখা যায়। একদিনেই নিক্কেই সূচক প্রায় সাড়ে ৩ শতাংশীয় পয়েন্ট বেড়ে যায়। ৩ দিনে মোট সূচক ৭.৩ শতাংশ বা ১ হাজার ১৫৯ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এ সফলতায় হানা দেয় ওইদিন রাতে আঘাত হানা ভূমিকম্প। এর নেতিবাচক প্রভাব পড়ে শুক্রবারের বাজারে। লেনদেনের শুরুতেই ০.৩ শতাংশীয় পয়েন্টের পতন ঘটে। শনিবারেও দিনশেষে সেখানকার সূচকটি মোট ৬৩.০২ পয়েন্ট কমেছে। ভূমিকম্পের নেতিবাচক প্রভাব সীমিত আকারে দেখেছে বিনিয়োগকারীরা। এখন কোম্পানির দিকে নজর তাদের। তবে শুক্রবার রাতে যে দুই দফা শক্তিশালী ভূমিকম্প হয়েছে, তাতে আগামী সোমবার বাজার কতটা নাজুক হয়ে পড়ে তা দেখার বিষয়। দুই কোম্পানির সভা আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস ও রংপুর ডেইরি এ্যান্ড ফুড প্রডাক্টস নামের দুই কোম্পানির বোর্ড সভা আজ রবিবার অনুষ্ঠিত হবে। বৈঠকে কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস ॥ ইন্টারন্যাশনাল লিজিং ্এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের বোর্ড সভা রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আরডি ফুড ॥ রংপুর ডেইরি এ্যান্ড ফুড প্রোডাক্টসের (আরডি ফুড) বোর্ড সভা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ দেয়নি। কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭৬ পয়সা।
×