ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশীয় উপকূল থেকে চার ইন্দোনেশীয় নাবিক অপহৃত

প্রকাশিত: ০৩:৪২, ১৭ এপ্রিল ২০১৬

মালয়েশীয় উপকূল থেকে চার ইন্দোনেশীয় নাবিক অপহৃত

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় সাবাহ্ রাজ্যের অদূরে গভীর সমুদ্র থেকে বন্দুকধারীরা ইন্দোনেশিয়ার ৪ নাবিককে অপহরণ ও নৌকার এক ক্রুকে গুলি করে আহত করেছে। এই অঞ্চলটিতে আবু সায়াফ জঙ্গীরা তৎপরতা চালায়। শনিবার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা একথা বলেন। যদি ফিলিপিন্সভিত্তিক আবু সায়াফ এই অপহরণের সঙ্গে জড়িত বলে নিশ্চিত হওয়া যায় তবে এটা হবে তাদের তৃতীয় এ ধরনের অপহরণের ঘটনা। সাবাহ্ পুলিশের প্রধান বলেন, শুক্রবার রাতে আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটেছে। অপহরণকারীরা ৪ নাবিককে অপহরণ করেছে। তাদের গুলিতে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কয়লা নিয়ে টাগবোটটি ফিলিপিন্সের কেবু থেকে ইন্দোনেশিয়ার বোর্নিওর তারাকানে যাওয়ার সময় অপহরণের ঘটনাটি ঘটে। তবে আহত লোকটিসহ অপর ৬ নাবিক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অপহরণের ঘটনা হ্রাসে মালয়েশীয় কর্তৃপক্ষ সাবাহ্ ও ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মধ্যকার বাণিজ্যিক রুটটি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। নৌপুলিশের প্রধান কর্মকর্তা আব্দুল রহিম আব্দুল্লাহ্ এএফপিকে বলেন, এই নিষেধাজ্ঞা বলবৎ করতে আমরা নৌপুলিশের নৌকা এবং উপকূলীয় রক্ষীবাহিনীর ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছি। ১ এপ্রিল সাবাহ্র লিগিতান দ্বীপের কাছে একটি জাহাজ থেকে ৪ মালয়েশীয় নাবিককে অপহরণ করা হয়। -এএফপি রুসেফকে অভিশংসন প্রশ্নে সিনেটে আজ ভোট ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না তা নিয়ে রবিবার ভোটাভুটি হচ্ছে। এদিকে এ বছরের অলিম্পিক আয়োজক দেশটিতে শনিবার ব্যাপক বিক্ষোভ এবং কংগ্রেসে বাগ্-বিত-া হয়। খবর এএফপির । রবিবারের ভোটে ৬৮ বছর বয়সী বামপন্থী এ নেত্রী ক্ষমতাচ্যুত হতে পারেন। এতে ল্যাটিন আমেরিকার অস্থিতিশীল বৃহৎ অর্থনীতির এ দেশে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে। এমনিতেই দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে। সিনেটে রুসেফের বিরুদ্ধে অভিশংসন শুনানি হতে যাওয়ায় তার সমর্থক ও বিরোধীরা সপ্তাহান্তে পক্ষে-বিপক্ষে সমাবেশের পরিকল্পনা করে। এদিকে আইনপ্রণেতারা এ পদক্ষেপের ব্যাপারে বিতর্কে জড়িয়ে পড়েন। এদিকে পুলিশ কংগ্রেসের চারদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কংগ্রেসের চতুর্দিকে কাঁটাতারের বেড়া রয়েছে। ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী সাও পাওলো ও রিওডি জেনেরিওসহ দেশের অন্যান্য নগরীতেও রবিবার রুসেফের পক্ষে-বিপক্ষে সমাবেশের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, আগামী আগস্টে সেখানে সামার অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
×