ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তনের প্রভাব

মার্চে বৈশ্বিক তাপমাত্রা এক শ’ বছরের রেকর্ড ছাড়িয়েছে

প্রকাশিত: ০৩:৪১, ১৭ এপ্রিল ২০১৬

মার্চে বৈশ্বিক তাপমাত্রা এক শ’ বছরের রেকর্ড ছাড়িয়েছে

এ বছর মার্চে গড় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মাত্রা ১ দশমিক শূন্য ৭ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছে। যা এক শ’ বছরের বৈশ্বিক রেকর্ড এবং গত মাসের তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড ভেঙ্গে দিয়েছে। খবর গার্ডিয়ানের। ফেব্রুয়ারিতে বৈশ্বিক দীর্ঘমেয়াদী গড় তাপমাত্রা ছিল অনেক বেশি এবং এ বৃদ্ধির প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। কিন্তু জাপান জলবায়ু ও আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রকাশিত উপাত্তে দেখানো হয়েছে মার্চেই ছিল সবচেয়ে উষ্ণ। জেএমএ’র উপাত্তে বলা হয়, বিশ্বে ২০ শতকের গড় তাপমাত্রার তুলনায় মার্চে তা বেড়েছে ১ দশমিক শূন্য ৭ সেলসিয়াস। ফেব্রুয়ারিতে গড় বৃদ্ধি দাঁড়িয়েছিল ১ দশমিক শূন্য ৪ সেলসিয়াসে। উপাত্তে ১৮৯১ থেকে এ পর্যন্ত তাপমাত্রা তুলে ধরে দেখানো হয় যে, গত ১১ মাসের প্রতি মাসে তাপমাত্রা আগের মাসকে ছাড়িয়ে গেছে। নাসার শুক্রবার প্রকাশিত উপাত্তে নিশ্চিত করে বলা হয়েছে, বৈশ্বিক রেকর্ডে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে মার্চে। কিন্তু মার্কিন সংস্থার উপাত্তে আভাস দেয়া হয়েছিল, ফেব্রুয়ারিতে তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। নাসার উপাত্তে মার্চে তাপমাত্রা বৃদ্ধি উল্লেখ করা হয়েছিল ১ দশমিক ৬৫ সেলসিয়াস। এ তাপমাত্রা ১৯৫১ থেকে ১৯৮০ পর্যন্ত গড় তাপমাত্রা বৃদ্ধির অবস্থানের ওপরে। ফেব্রুয়ারিতে তা ছিল ১ দশমিক ৭১ সেলসিয়াস। জাতিসংঘের জলবায়ু ও আবহাওয়া বিষয়ক ওয়ার্ল্ড মেটোওরোলজিক্যাল অরগানাইজেশন বলেছে, মার্চের উপাত্ত পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। জলবায়ু পরিবর্তন নিরূপণ করা হয় সাধারণত কয়েক বছর বা কয়েক দশক জুড়ে। এমনকি বিজ্ঞানীরা পর্যন্ত সাম্প্রতিক নজিরবিহীন তাপমাত্রায় হোঁচট খেয়েছেন। যুক্তরাষ্ট্রে পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক মাইকেল মান মার্চ উপাত্তের ব্যাপারে বলেছেন, এটা এক বিস্ময়। আমরা যা দেখতে পাচ্ছি তাতে আমি কেবলই মর্মাহত হচ্ছি। তিনি বলেন, বিশ্ব এখন দু’মাসের জন্য বিপজ্জনক উষ্ণতার দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছে যা এর আগে দেখা যায়নি। সান বলেন, নতুন উপাত্ত স্মরণ করিয়ে দিচ্ছে যে, আমরা স্থায়ীভাবে কতটা বিপজ্জনক পৃথিবীতে প্রবেশ করছি। তাই, বৈশ্বিক কার্বন নির্গমন হ্রাস জরুরীভাবে প্রয়োজন। মার্কিন সংস্থা নাসা ও নোয়ার মতো আবহাওয়া অফিস এ বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখছে এবং এ মাস শেষে মার্চের তাপমাত্রার ওপর তাদের মূল্যায়ন প্রকাশ করবে। কিন্তু জেএমএ’র রেকর্ডে অতীতের মতোই প্রবণতা তুলে ধরেছে। প্যারিসে ডিসেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতার জন্য বিপজ্জনক সীমা ধরা হয়েছে ২ সেলসিয়াস। সম্মেলনে সীমিত উষ্ণতা বৃদ্ধির সীমা ১ দশমিক ৫ সেলসিয়াস ধরে রাখার জন্য সম্মতি প্রকাশ করা হয়। এ লক্ষ্যমাত্রা এখন আশার সঞ্চার করছে।
×