ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘এ বিবাদ হিলারিকে হারানোর সামর্থ্য হ্রাস করতে পারে’

প্রকাশ্য লড়াইয়ে পার্টি ও ট্রাম্প

প্রকাশিত: ০৩:৪১, ১৭ এপ্রিল ২০১৬

প্রকাশ্য লড়াইয়ে পার্টি ও ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রিপাবলিকান পার্টি এবং এর নিজস্ব অগ্রগামী প্রার্থীর মধ্যকার উত্তেজনা পূর্ণমাত্রায় প্রকাশ্য লড়াইয়ের রূপ নিয়েছে। পার্টির প্রাইমারি ভোট ব্যবস্থা তার বিরুদ্ধে ‘সাজানো’ বলে অভিযোগ করায় ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছেন কলোরাডোতে দলীয় শীর্ষ কর্মকর্তারা। খবর ওয়াশিংটন পোস্টের। গত সপ্তাহান্তে ট্রাম্প নিজের পক্ষে একজন ডেলিগেটও না পাওয়ায় বিরোধের উৎপত্তি ঘটে এবং তা কয়েক দিন ধরেই চলে। ওই অঙ্গরাজ্যে ভোটারদের উপস্থিত থাকা কোন প্রাইমারিতে নয় বরং কোন পার্টি কনভেনশনেই এর ৩৪ ডেলিগেটকে বাছাই করা হয়। তারা সবাই ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজের পক্ষে যান। এ ফলাফলের প্রেক্ষিতে চলতি সপ্তাহে ট্রাম্প প্রতিদিনই অভিযোগ আনতে থাকেন। তিনি শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে লেখেন যে, ভোটারদের ইচ্ছা প্রত্যাখ্যান করেন এমন ‘ডাবল এজেন্ট’ ডেলিগেটদের সহায়তা নিয়ে দলীয় নেতারা প্রাইমারি ব্যবস্থাকে সাজাচ্ছেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) সিনিয়র কর্মকর্তা পরোক্ষভাবে পাল্টা জবাব দেন। তিনি শুক্রবার রিপোর্টারদের কাছে পাঠানো এক মেমোতে লেখেন, প্রতিটি প্রক্রিয়াই যারা তা বুঝতে ইচ্ছুক তাদের জন্য বোঝা সহজ। আরএনসির কমিউনিকেশন্স ডিরেক্টর সিন স্পাইসার বলেন, ডেলিগেট সম্পর্কিত সর্বশেষ নিয়মকানুন সম্পর্কে অবহিত থাকা চূড়ান্ত পর্যায়ে প্রচার শিবিরগুলোরই দায়িত্ব। কখন পোস্টাল ভোট দিতে হবে, কোন কোন অঙ্গরাজ্যে কতক্ষণ ভোট চলে বা ভোটার রেজিস্ট্রেশনের সময় কখন শেষ হবে এগুলো প্রচার শিবিরগুলোকেই জানতে হবে। ডেলিগেট সম্পর্কিত নিয়মকানুন ভিন্ন ভিন্ন নয়। এ লড়াইয়ে ট্রাম্প এক রিপাবলিকান এস্টাব্লিশমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ এস্টাব্লিশমেন্ট এখনও মোটামুটিভাবে তার প্রার্থিতার বিরোধী এবং তিনি নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পার্টির মনোনীত প্রার্থী হতে পারেন এ সম্ভাবনাকে মেনে নেয়া কঠিন বলে দেখছে। প্রেসিডেন্ট নির্বাচনে অতীতে প্রচার চালিয়েছিলেন এমন প্রবীণ ব্যক্তিরা সতর্ক করে দিয়েছেন যে, এ বিবাদ প্রতিকূল প্রভাব ফেলতে পারে এবং নবেম্বরে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনকে হারানোর সামর্থ্য হ্রাস করতে পারে। এক সময়ের মনোনয়ন প্রত্যাশী জেব বুশের প্রচার শিবিরের অন্যতম সহকারী মাইকেল স্টিল বলেন, সাধারণত এ সময়েই দল ও অগ্রগামী প্রার্থী একত্র হন এবং নবেম্বরে ডেমোক্র্যাটিক পার্টিকে হারানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেন। সেটি স্পষ্টতই ঘটছে না এবং এতে সেক্রেটারি হিলারিকে হারানো কঠিন হয়ে পড়বে। কংগ্রেসস্থ রিপাবলিকান নেতাদের এক সাবেক শীর্ষ উপদেষ্টা রন রনজিন ট্রাম্প আরএনসির শক্তি প্রদর্শনকে নজিরবিহীন বলে অভিহিত করেন। বিরোধের আগুন রিপাবলিকান পার্টি নেতৃত্বের মধ্যে নিয়ে এলে ট্রাম্পের জন্য বিপরীত ফল ঘটতে পারে বলে রনজিন মন্তব্য করেন। তিনি এক ই-মেইলে বলেন, এটি যুদ্ধে যেতে নির্দেশ দেয়ার আগে নিজের বিশেষ বাহিনীকে কোন জেনারেলের কঠোর ভাষায় সমালোচনা করার মতো। যখন ট্রাম্পের ডেমোক্র্যাটিক প্রার্থীকে হারানোর জন্য সহায়তা পেতে প্রতিটি সম্পদকে কাজে লাগানোর প্রয়োজন, তখন তিনি দলের তৃণমূল পর্যায়ের দলীয় সংগঠকদের মনোবল বিনষ্ট করার ঝুঁকি নিচ্ছেন। পার্টি এস্টাব্লিশমেন্টের কড়া সমালোচনা করার ইচ্ছাই এখনও অবধি ট্রাম্পের সাফল্যের অন্যতম কারণ। কিন্তু তিনি মনোনয়ন পেলে তহবিল সংগ্রহ এবং ভোটারদের ভোটদানে উৎসাহিত করার চেষ্টায় আরএনসির সমর্থন তার জন্য প্রয়োজন হবে। এর ফলে ট্রাম্পকে একবার দলের বিরুদ্ধে লড়াই করতে আবার আরেকবার দলকে বরণ করে নেয়ার চেষ্টা করতে হচ্ছে।
×